Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২২ ০৭:৩৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৯:০৯

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবার নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ম্যাচে পাকিস্তানে মুখোমুখি বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দেখায় যথাক্রমে ৮ উইকেট এবং ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ২১ রানে পরাজিত হয় টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

বিজ্ঞাপন

সিরিজে নিজেদের শেষ ম্যাচে দলে দুটি পরিবর্তন এসেছে। আর পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।

সারাবাংলা/এসএস

টস ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর