Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাচ ফেলা হাসানই তুলে নিলেন রোহিতকে

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২২ ১৪:২৮

ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিং করতে নেমে শুরুতেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরে টাইগার পেসাররা। সুযোগ আসে ইনিংসের তৃতীয় ওভারেই। বাউন্ডারি লাইনে হাসান মাহমুদ ফেলে দেন রোহিত শর্মার সহজ ক্যাচ। তবে পরের ওভারে তিনিই ফেরালেন ভারতীয় অধিনায়ককে।

ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারে বল হাতে আসেন তাসকিন আহমেদ। প্রথম তিনটি বল অফ স্ট্যাম্পের বাইরে করেন তাসকিন আর চতুর্থ বলে এসেই স্ট্যাম্প বরাবর বল দেন তিনি। এই বল ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে হাসান মাহমুদের হাতেই বল তুলে দেন রোহিত। তবে হাতের ওপরের ক্যাচ ফেলে রোহিতকে জীবন দেন হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

পরের ওভারে বল হাতে আসেন হাসান মাহমুদ। রোহিত শর্মাকে প্রথম বলটি ডট দেন পরের বলে রুম বানিয়ে আপারকাট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইয়াসির আলী রাব্বির তালুবন্দি হন রোহিত শর্মা। ৮ বলে ২ রানে রোহিত শর্মা যখন ফিরছেন তখন স্কোরবোর্ডে ভারতের রান মাত্র ১১।

এই রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৩০ রান। কোহলি ৭ বলে ৯ আর রাহুল ১৬ ভলে ১৮ রানে অপরাজিত আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বনাম ভারত সুপার টুয়েলভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর