Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবু আশায় বুক বাঁধছেন তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ১৭:৩৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের লড়াই শেষের পর্যায়ে। দলগুলোর এখন সেমিফাইনাল নিশ্চিত আর ছিটকে পড়ার হিসেব। সমীকরণের হিসেবে সেমিফাইনালের সম্ভবনা কিন্তু টিকে আছে বাংলাদেশেরও। তবে সেটা এখন শুধুই নিজেদের হাতে নেই। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে। ওদিকে গ্রুপের অপর দল ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলের মধ্যে একদলকে তাদের শেষ ম্যাচটি হারতে হবে। নিশ্চয় কঠিন সমীকরণ। তবে যেহেতু সম্ভবনা টিকে আছে তাই হাল ছাড়ছেন না তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে জেতা সহজ কথা নয়। ওদিকে ভারত আর দক্ষিণ আফ্রিকার সামনেও শেষ ম্যাচে ছোট প্রতিপক্ষ। ভারত তাদের শেষ ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। অর্থাৎ বাংলাদেশের জন্য পাকিস্তানকে হারানো যতটা কঠিন জিম্বাবুয়ে কিংবা নেদারল্যান্ডসের ক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো তার চেয়েও কঠিন।

কিন্তু ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা। তাছাড়া এবারের বিশ্বকাপে বহু অঘটন ঘটেছেও। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ সেই প্রত্যাশাকে সামনে রেখেই এগুতে চান।

রোববার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ। আজ অ্যাডিলেডের পাশের মাঠ রোল্টন ওভালে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে তাসকিন বলেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এখনো কিন্তু যেকোনো কিছু হতে পারে। অলৌকিক কিছুও হয়ে যেতে পারে।’

অলৌকিকের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ জানালেন তাসকিন, ‘শেষ ম্যাচে একই স্পিরিট নিয়ে নামব। ভালো খেলে জিততে চাইব, যদি ম্যাচ জিততে পারি, তখন দেখা যাবে কী হিসাব-নিকাশ হয়। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

তবে আসল লক্ষ্য পূরণ করাও সহজ বিষয় নয়। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান খুবই শক্তিশালী। টুর্নামেন্ট শুরুর আগে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল তাদেরকে। তাসকিন নিজেও জানেন সেটা, ‘ওরা আমাদের থেকে এগিয়ে আছে দলগতভাবে। এটা সবাই জানে, পাকিস্তান ভালো দল আমাদের থেকে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নতি করা। আগেও বললাম, আমরা এখনো ভালো দল হয়ে যাইনি, কিন্তু হব ইনশা আল্লাহ।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী তাসকিন। বিশ্বকাপে পুরো পেস ডিপার্টমেন্টই দুর্দান্ত করছে। হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানও নিয়মিত ভালো বোলিং করেছেন।

তরুণ হাসান মাহমুদকে নিয়ে তাসকিন একটু বেশিই উচ্চাসিত, ‘হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বোলার। সে বাংলাদেশের জন্য অনেক বড় সম্ভাবনা। হাসান, শরীফুল, ফিজ কিংবা আমি—বোলিংয়ে আমাদের সবার মধ্যেই উন্নতির খিদে আছে এবং আমরা একজন আরেকজনকে সমর্থন করি। এটা খুব ভালো দিক। দেখবেন, আল্লাহ যদি সুস্থ রাখে, ও (হাসান) অনেক বড় কিছু হবে বিশ্বের।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর