সামনের বিশ্বকাপে আরও ভালো করার চেষ্টা থাকবে: শান্ত
৮ নভেম্বর ২০২২ ১৩:৪৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে জিতেছে দুটিতে, হেরেছে তিনটিতে। জয়-পরাজয়ের হিসেবে বাংলাদেশের সফল বিশ্বকাপ এটা। এবার এক আসরেই বিশ্বকাপের মূল পর্বে জয় মিলেছে দুটি। অথচ আগে সব আসর মিলিয়েই মূল পর্বে জয় ছিল একটি। নাজমুল হোসেন শান্ত বলছেন, দু’বছর পরের বিশ্বকাপে আরও ভালো করার পরিকল্পনা তাদের।
অবশ্য পরসংখ্যান সাফল্যের কথা বললেও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স সবার মন ভরাতে পারেনি। বাংলাদেশ যে দুটি দলের বিপক্ষে জিতেছে সেই জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস দুই দলই শক্তি ও র্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে। তাছাড়া এই দু’দলের বিপক্ষে জয় মিলেছে হারতে হারতে।
বাংলাদেশও অপর ম্যাচে ভারতকে হারিয়ে দেওয়ার সম্ভবনা তৈরি করেছিল। কিন্তু সম্ভবনা সত্য হয়নি। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যেতো বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভবনাই তৈরি করতে পারেনি সাকিব আল হাসানের দল।
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর কথা বিমানবন্দরে নাজমুল হোসেন শান্ত বললেন, তাদের নজর এখন পরবর্তী বিশ্বকাপে, ‘এ বিশ্বকাপে আমাদের আরও ভালো করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে সামনের বিশ্বকাপে এর থেকে ভালো আমরা করতে পারি এবং আমাদের হাতে আরও দুই বছর আছে। দুই বছর আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করব এবং যদি ওভাবে অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরও ভালো ফল করা সম্ভব।’
দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য সেমিফাইনালের সমীকরণ পরিস্কার হয়ে পড়েছিল। জিতলেই সেমিফাইনাল। অলিখিত কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
শান্ত বলেন, ‘আমার মনে হয় না বিশ্বকাপ শুরুর আগে কেউ এ রকমভাবে চিন্তা করেছে, সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু আমরা চিন্তা করেছি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। খুব ভালো একটা সুযোগ ছিল। ওটা আমরা নিতে পারিনি। কিন্তু এই আত্মবিশ্বাসটা, আমরা সামনে যখন বিশ্বকাপ খেলব, ওই বিশ্বাসটা থাকবে যে এ রকম পরিস্থিতিতে কীভাবে আরও ভালো করতে পারি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস