Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লো সেলসোর জায়গায় কে খেলবে জানালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ২২:৪৮

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপ শুরু হচ্ছে আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। আর এই দলের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপে অভিষেকের আগে সংবাদ সম্মেলনে হাজির হন শিষ্য মেসিকে নিয়ে। সেখানেই দল নিয়ে প্রত্যাশা আর বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন স্কালোনি। এক পর্যায়ে একাদশের ইঙ্গিতও দিলেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতার পৌঁছেছে আর্জেন্টিনা। ঘুচেছে দীর্ঘদিনের শিরোপা খরা, ফুরফুরে মেজাজে আছেন দলের সকলে। আর তাই তো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাস্যোজ্জল চেহারা নিয়ে হাজির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেখানেই জানালেন তার ইনজুরি নিয়ে গুঞ্জন সঠিক নয়। আর সেই সঙ্গে জানালেন, এবারের বিশ্বকাপে বাড়তি কোনো চাপ নেই তাদের ওপর। তাই তো নিজেদের খেলা উপভোগ করতে চান লিওনেল মেসিরা।

বিজ্ঞাপন

বাড়তি চাপ নেই, দারুণ বোধ করছেন মেসি

চাপমুক্ত লিওনেল মেসির সঙ্গে চাপমুক্ত লিওনেল স্কালোনিও। ২০১৪ বিশ্বকাপের দলের মতোই এই দলটিও। স্কালোনি বলেন, ‘২০১৪ সালে আমরা ফাইনালে উঠেছিলাম। হ্যাঁ, আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। এবারেও একই রকম। আমার মনে হয় এই বিশ্বকাপেও একই রকম হবে। আমার মনে হয় না যারা সবচেয়ে ভালো খেলবে তারাই জিতবে। এটা ভুল হবে যদি আমি বলি আমরা বিশ্বকাপ জয়ের জন্য অনেক চাপে আছি। তবে আমি এটা বলতে পারি যে খেলোয়াড়রা নিজেদের সবকিছু উজাড় করে দেবে মাঠে।’

বিশ্বকাপের আগে চোটে পড়ে ছিটকে যান দলের মধ্যমাঠের মণি জিওভানি লো সেলসো। আর তার বদলে সৌদি আরবের বিপক্ষে কে খেলবেন তাও নিশ্চিত করে জানিয়ে দিলেন স্কালোনি। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটা জানাতে পারি যে লো সেলসোর পরিবর্তে পাপু অথবা ম্যাক অ্যালিস্টার খেলবে আগামীকাল।’

কেবল লো সেলোসোর পরিবর্তে কে খেলবেন সেটাই নয় সেই সঙ্গে আগামীকালের একাদশে কে কে খেলবেন সেটাও খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন স্কালোনি। এ ব্যাপারে স্কালোনি বলেন, ‘আমি এটা দলের সবাইকে জানিয়ে দিয়েছি। খেলোয়াড়দের জানিয়েছি কাল কে খেলবে আর কে খেলবে না। আমি খুব বেশি পরিবর্তন আনবো না। যে কৌশল আছে সেভাবেই খেলবো। বাকিটা কাল দেখতে পাবেন। তবে বড় কোনো পরিবর্তন আসবে না।’

২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম সৌদি আরব কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি লিওনেল স্কালোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর