আজ ১০০০তম ম্যাচ খেলবেন মেসি
৩ ডিসেম্বর ২০২২ ১৫:২৫
আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচে মাঠে নামলে ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ খেলা হবে লিওনেল মেসির।
সাতবারের ব্যালন ডি অর জয়ী ক্যারিয়ারের প্রায় ৮০ ভাগ ম্যাচই খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালান ক্লাবটির পক্ষে মেসি মাঠে নেমেছেন ৭৭৮টি ম্যাচে। এছাড়া বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ। আজ আর্জেন্টিনার হয়ে ১৬৯তম ম্যাচ খেলবেন মেসি।
মেসি-রোনালদোরা ক্যারিয়ারের এমন এক উচ্চতায় উঠেছেন যেখানে প্রতিটি ম্যাচই কোনো না কোনো রেকর্ড ভাঙার উপলক্ষ হয়ে আসে তাদের সামনে।
আজ মাঠে নেমে আরও কিছু রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি গোল মেসির। এ তালিকায় শীর্ষে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। মেসি আর দুটি গোল করলেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন। উল্লেখ্য, মেসি বিশ্বকাপে ২২টি ম্যাচ খেললেও এখনও নকআউট পর্বে কোনো গোল পাননি। আজ নকআউট পর্বে প্রথম গোল করারও সুযোগ মেসির।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যে মেসি নিজের করে নিয়েছেন। এখন তার সামনে বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ।
বিশ্বকাপে মেসি খেলেছেন ২২টি ম্যাচ। সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লুথার ম্যাথিউসের। মেসি যদি চলতি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেন তাহলে ওই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। সেমিফাইনাল জিতে ফাইনাল খেললে বা সেমিফাইনেলে হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলা হবে মেসির।
সারাবাংলা/আইই