চোটে পড়ে বিশ্বকাপ শেষ দুই ব্রাজিলিয়ানের
৩ ডিসেম্বর ২০২২ ১৮:২৭
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (২ ডিসেম্বর) ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ক্যামেরুনের কাছে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অপ্রত্যাশিত এক হারের মুখ দেখেছে ব্রাজিল। তবে সেই সঙ্গে দলে আরও এক বড় ধাক্কা এসেছে। এই ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস আর ডিফেন্ডার অ্যালেক্স তেয়াসের।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় শেষ ষোলো নিশ্চিত হয়েছিল আগেই। তাই তো বেঞ্চের শক্তি পরোক্ষ করতে প্রধান একাদশের সব খেলোয়াড়কে বিশ্রাম দেন ব্রাজিল কোচ তিতে। এই ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলেন গ্যাব্রিয়েল জেসুস আর লেফট ব্যাক হিসেবে মাঠে নামেন অ্যালেক্স তেয়াস।
ক্যামেরুনের বিপক্ষে প্রথম একাদশে মাঠে নামাটাই কাল হয়ে দাঁড়াল জেসুস আর তেয়াসের জন্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে জেসুসকে মাঠ থেকে তুলে নেওয়ার পর থেকেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন তিনি। সে সময় দলের চিকিৎসকদেরও জানান তিনি।
আর ম্যাচের ভেতরেই ডিফেন্ড করতে গিয়ে মাটিতে পড়ে ব্যথা পান অ্যালেক্স তেয়াস। সঙ্গে সঙ্গেই তাকে মাঠ থেকে তুলে নেন ব্রাজিল কোচ। মাঠ ছাড়ার সময় কাঁদতে থাকেন তেয়াস।
ব্রাজিল ভিত্তিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এই দুই খেলোয়াড়েরই আর বিশ্বকাপে মাঠে নামা হবে না। দুইজনই বিশ্বকাপের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন।
এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার জুনিয়র এবং ডিফেন্ডার দানিলো। সুইসদের বিপক্ষে নিতম্বে চোট পান অ্যালেক্স সান্দ্রো। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি এই ডিফেন্ডারও।। চোট কাটিয়ে সেরে ওঠার পথে ইতিবাচকভাবে এগোচ্ছেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। তবে শেষ ষোলোয় তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। খুব একটা সময় না থাকলেও ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এখনই আশা ছাড়ছেন না।
সারাবাংলা/এসএস
অ্যালেক্স তেয়াস অ্যালেক্স সান্দ্রো কাতার বিশ্বকাপ গ্যাব্রিয়েল জেসুস চোটে বিশ্বকাপ শেষ দানিলো নেইমার জুনিয়র ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল