Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের বড় স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৬:০৭

আগে ব্যাট করতে নেমে ৬৯ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে ফেললে মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর একশ পর্যন্ত যাবে তো! ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই বাংলাদেশই গেল ২৭১ রান পর্যন্ত। সপ্তম উইকেটে অসাধারন এক জুটি গড়ে বাংলাদেশকে টেনে তোলেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ ৭৭ রান করে ফিরলেও মিরাজ অবিচল ছিলেন শেষ অবদি। শেষ দিকে ঝড় তুলে অবিশ্বাস্যভাবে সেঞ্চুরি তুলে নিয়েছেন আট নম্বরে ব্যাটিং করতে নামা মিরাজ।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে বোলিং করে ভারতকে ১৮৬ রানেই আটকে রেখে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু একই পিচে আজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ভরাডুবির মুখেই পড়তে হয়েছিল। তবে মিরাজ-মাহমু্দউল্লাহর সপ্তম উইকেট জুটিটি হলো অসাধারণ। ১৬৫ বল খেলে সপ্তম উইকেটে ১৪৮ রান তুলেছেন দুজন। শেষ দিকে রীতিমতো ঝড় তুলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

বিজ্ঞাপন

মিরাজের সেঞ্চুরি সমীকরণের কারণে বাংলাদেশের শেষ ওভারটা হলো উত্তেজনার। ৮৫ রানে অপরাজিত ছিলেন তরুণ অলরাউন্ডার। শেষ ওভারে শারদুল ঠাকুরকে দুই ছক্কা হাঁকিয়েছেন মিরাজ। সেঞ্চুরি পূর্ণ করতে শেষ বলে মিরাজের প্রয়োজন ছিল ১ রান। সিঙ্গেল নিয়ে শূন্যে লাফিয়ে উঠলেন উল্লাসে। বাংলাদেশের স্কোর অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছেন তার আগেই। মিরপুরের এই পিচে ২৭১ রানের স্কোর নিশ্চয় কঠিন চ্যালেঞ্জ।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। অপর ওপেনার লিটন দাস নতুন বলের বিপক্ষে সময় নিচ্ছিলেন। তবে সময় নিয়ে উইকেটে সেট হওয়ার পরই ফিরেছেন লাইন মিস করে বোল্ড হয়ে। মোহাম্মদ সিরাজের বলটি খুব বেশি কঠিন ছিল না। কিন্তু ২৩ বলে ৭ রান করা লিটন বড় শট খেলতে গিয়ে লাইন মিস করে সরাসরি বোল্ড হয়েছেন।

আজ তিনে নামা নাজমুল হোসেন শান্ত বেশ স্বচ্ছন্দে খেলছিলেন। অপর দিকে সাকিব আল হাসান উইকেটে সেট হতে সময় নিচ্ছিলেন। তবে দুজনের কেউই বড় স্কোর গড়তে পারেনি। উমরান মালিকের গতিতে সরাসরি পরাস্ত হয়ে বোল্ড নাজমুল (৩৫ বলে ২১ রান)। খানিক বাদে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে হাঁকাতে গিয়ে সাকিব আল হাসান বল বাতাসে ভাসিয়ে দেন। ফেরার আগে ২০ বলে ৮ রান করেছেন সাকিব।

সাকিব ফেরার পরের বলেই সাতে নামা আফিফও বোল্ড হলে বড় বিপদেই পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে শক্ত হাতে দলকে টেনে তোলার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন মাহমুদউল্লাহ, মিরাজ। মাহমুদউল্লাহ একপ্রান্তে সাবধানে এগুনোর চেষ্টা করেছেন। কিন্তু অপর প্রান্তে মিরাজ বেশ সাবলীল। আগের ম্যাচে যেখান থেকে শেষ করেছিলেন আজ যেন সেখান থেকেই শুরু করেছিলেন!

মাহমুদউল্লাহ ৯৬ বলে ৭টি চারের সাহায্যে ৭৭ রান করে ফেরেন। তখন মিরাজের রান ছিল ৭১ বলে ৬৬। এরপর ৩৪ রান তুলছেন মাত্র ১২ বল খেলে! শেষ দিকে ভারতীয় বোলারদের রীতিমতো অসহায় বানিয়ে ফেলা মিরাজ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৩তম বলে।

৮৩ বলে তার অপরাজিত ১০০ রানের ইনিংসটিতে চারের মার ৮টি, ছক্কা ৪টি। শেষ দিকে নাসুম আহমেদ ১১ বলে ১৮ রান করে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজকে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে বাংলাদেশ। ভারতের হয়ে ৩৭ রানে তিন উইকেট নিয়েছেন ওয়াাশিংটন সুন্দর। দুটি করে উইকেট নিয়েছেন উমরান মালিক ও মোহাম্মদ সিরাজ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর