ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে সব চেষ্টাই করবে বাংলাদেশ
৯ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪
চট্টগ্রাম থেকে: পরপর দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে চাইলে তৃতীয় ওয়ানডেতে বেঞ্চের ক্রিকেটারদের মাঠে নামার সুযোগ করে দিতেই পারে স্বাগতিকরা। কিন্তু টিম ম্যানেজমেন্টের একদমই তেমন চিন্তা নেই। বাংলাদেশের টার্গেট যেকোন মূল্যে তৃতীয় ম্যাচটাও জেতা। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।
আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট জানালেন, কাল পূর্ণ শক্তির দল নিয়েই ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ।
এক প্রশ্নের উত্তরে শেন ম্যাকডারমট বলেন, ‘কাজটা এখনও শেষ হয়নি। আমরা কখনোই আন্তর্জাতিক ম্যাচ হালকাভাবে নেই না। এই দলটা কখনোই ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই আমাদের বড় লক্ষ্য। আমরা যখন ৩-০ ব্যবধানে জিতবো, তখন অবশ্যই নিজেরা গর্ব খুঁজে পাবো। এর আগে পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম। বিশ্বকাপে (টি-টোয়েন্টি) সেমিফাইনাল খেলার খুব কাছে চলে গিয়েছিলাম। আমরা এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছি এবং চাপের মুহূর্তে আমরা জিততে শুরু করেছি। আমি জানি, এই সিরিজ জয়ের পর ছেলেরা আরেকটি ম্যাচ জেতার জন্য আরও মুখিয়ে আছে।’
ফিল্ডিং কোচ বলেন, ‘দেখুন আমাদের নিয়মিত ও ধারাবাহিক জয়ের অভ্যাস এখনও গড়ে উঠেনি। এজন্য ভালোমানের খেলোয়াড়দের বিশ্রামে পাঠানোর মতো বিলাসিতা আমরা এখনই করতে পারি না। আমার মতে, আপনি যদি ফিট এবং নির্বাচনের জন্য উপযুক্ত থাকেন তাহলে সেরা দল নিয়েই মাঠে নামতে হবে এবং যতটা সম্ভব ম্যাচ জয় নিশ্চিত করতে হবে।’
কোচের কথায় তাল মিলিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাসও। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে চলতি সিরিজে নেতৃত্ব পেয়েছেন লিটন। তৃতীয় ওয়ানডের আগে লিটন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মিশন শেষ করতে আরেক ধাপ যেতে হবে। চলো কাজটা করে দেখাই।’
আর একধাপ বলতে লিটন যে তৃতীয় ওয়ানডে জয়ের কথা বুঝিয়েছেন সেটা সহজেই অনুমান করা যায়।
সারাবাংলা/এসএইচএস