টাইব্রেকার পুরোটাই ভাগ্যের ওপর: স্কালোনি
৯ ডিসেম্বর ২০২২ ১৭:৩৫
শেষ ষোলোর দুটি ম্যাচ গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। আর বাকি ছয়টি ম্যাচই নির্ধারিত ৯০ মিনিটে মীমাংসা হয়েছে। এবার কোয়ার্টার ফাইনালেও এমন পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে দলগুলো। টাইব্রেকারে ম্যাচ গড়ালে সেটা পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
এর আগে ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল নেদারল্যান্ডস। সেবার টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ ব্যবধানে হেরেছিল ডাচরা। আর এবারও এমন পরিস্থিতির সৃষ্টি হলে কি করবে আর্জেন্টিনা? সে ব্যাপারে আর্জেন্টাইন কোচ ছেড়ে দিলেন ভাগ্যের ওপর।
লিওনেল স্কালোনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা অনুশীলনে সব সময়ই পেনাল্টির চর্চা করে। তবে টাইব্রেকারের ব্যাপারটা পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করে। আশা করবো আমাদের ওই পর্যন্ত যেন যেতে না হয়। তার আগেই ম্যাচ শেষ করতে চাইবো। এক্ষেত্রে ফুটবল সব সময় যেমন সুন্দর, তেমনি অনেক সময় বড্ড নির্মম।’
অবশ্য টাইব্রেকারে এখন পর্যন্ত আর্জেন্টিনার রেকর্ড খুবই ভালো। এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার টাইব্রেকারে খেলেছে আলবেসিলেস্তেরা। যার মধ্যে চারবারই জিতেছে তারা। আলবেসিলেস্তেদের পর সর্বোচ্চ চারবার টাইব্রেকার খেলেছে জার্মানি যার মধ্যে সবকটিতেই জিতেছে জার্মানরা।
জার্মানির এই স্নায়ুর লড়াইয়ে শতভাগ জয়ের রেকর্ড। চারটিতেই জয় তাদের।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল টাইব্রেকার ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল স্কালোনি