পর্তুগালকে চমকে দিতে প্রস্তুত মরক্কো
১০ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬
নিজেদের ইতিহাস ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে মরক্কো। ১৯৮৬ সালে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল তারা। এতদিন পর্যন্ত বিশ্বকাপে এটিই ছিল তাদের সেরা অর্জন। তবে ২০২২ কাতার বিশ্বকাপে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে নিজেদেরই ছাড়িয়ে গেছে মরক্কো। এবার পালা পর্তুগালকে চমকে দিয়ে সেমিফাইনলে ওঠা।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন। শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো কোচ বলেন, ‘আমাদের পেছনে আফ্রিকান ও আরব দেশের মানুষের সমর্থন আছে। তবে সবার আগে আমরা খেলবো মরক্কোর হয়ে।’
পর্তুগালের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ বলেন, ‘পর্তুগালের জন্য আমাদের অনেক শ্রদ্ধা আছে। ওদের বিশ্বমানের সব স্ট্রাইকার। তবে আমরাও যে চ্যালেঞ্জ জানাবো সেটা হয়তো তারা ভুলে যাবে না। আমাদের পরিকল্পনা আছে। অবশ্যই চাইবো একটা বিস্ময় উপহার দিতে। তার আগে আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।’
পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে দুইবারই দেখা পেয়েছিল মরক্কোর। যার মধ্যে ১৯৮৬ সালে গ্রুপ পর্বের ম্যাচে মরক্কোর কাছে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছিল। আর রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর করা একমাত্র গোলে মরক্কোকে হারিয়েছিল পর্তুগাল। এবার জয় পেলেই ইতিহাস গড়বে মরক্কো। অন্যদিকে জয়ের জন্য মুখিয়ে আছে পর্তুগালও, আছে দারুণ ছন্দেও।
সারাবাংলা/এসএস
কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পর্তুগাল বনাম মরক্কো ফুটবল বিশ্বকাপ ২০২২