Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিয়েগো স্বর্গ থেকে দেখছেন: মেসি

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২ ১৯:৩০

নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষ টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই জয়টি কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার প্রতি উৎসর্গ করেছেন লিওনেল মেসি। মেসি বলেন, ডিয়েগো স্বর্গ থেকে আমাদের দেখছেন এবং দলকে চূড়ান্ত পর্যায়ে ঠেলে দিচ্ছেন।

বিশ্বকাপের সেমি ফাইনালে উঠায় স্বস্তির অনুভূতিও বর্ণনা করেছেন ৩৫ বছর বয়সী লিওনেল মেসি। মেসি বলেন, যখন লাউতারো টাইব্রেকারে গোল করলেন এবং আমরা সেমি ফাইনাল নিশ্চিত করলা,। তখন অসামান্য আনন্দ অনুভব করেছি। আমাদের বুকে ভার হয়ে ভর করেছিল এই ম্যাচ। শুরু থেকেই এটি একটি কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম এই ম্যাচ কঠিন হবে।

বিজ্ঞাপন

ডাচদের বিপক্ষে গোল পেয়েছেন মেসি। ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সাত বারের ব্যালন ডি অর জয়ী। এ নিয়ে বিশ্বকাপে মেসির গোল হলো ১০টি- যা ম্যারাডোনার চেয়ে দুটি বেশি। মেসি এখন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথ সর্বোচ্চ গোলের মালিক। ১০ গোল নিয়ে এতদিন এ রেকর্ড ছিল একমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতার দখলে।

আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা।

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর