Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনেই ভারতকে অলআউট করতে না পারার আক্ষেপ তাইজুলের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ২১:২২

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো ভুগেছে বাংলাদেশ। দলীয় ৪৫ রানেই প্রথম তিন ব্যাটারকে হারিয়ে ফেলে ভরত। পরেও অস্বস্তিতে ভুগেছেন সফরকারীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম দিনে ভারতকে অলআউট করা গেল না বলে আক্ষেপ তাইজুল ইসলামের।

৬ উইকেটে ২৭৮ রান তুলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। প্রথম দিনে চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আয়ারের সহজ তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। দুজনই পরে বড় ইনিংস খেলেছেন। রিভিউ না নেওয়ার কারণে একবার উইকেটবঞ্চিত হয়েছে। একবার বল শ্রেয়াস আয়ারের স্ট্যাম্পে লেগেও বেল পড়েনি। এই সুযোগগুলো কাজে লাগালে হয়তো প্রথম দিনে অলআউটই হয়ে যেতো ভারত। দিনের খেলা শেষে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের কণ্ঠে ফুটে উঠল সেই হতাশাই।

বিজ্ঞাপন

ব্যক্তিগত ১৬ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন চেতেশ্বর পুজারা। সহজ ক্যাচ নিতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। পুজারা শেষ পর্যন্ত আউট হয়েছেন ৯০ রান করে। শ্রেয়াস আয়ার ক্যাচ তুলেছিলেন ব্যক্তিগত ৩০ ও ৭৬ রানের মাথায়। দিন শেষে ৮২ রানে অপরাজিত শ্রেয়াস।

প্রথম সুযোগেই তাদের ফেরাতে পারলে নিশ্চয় ভারতকে অলআউট করার সুযোগ থাকত? কারণ এই জুটির পর ভারতের স্বীকৃতি কোনো ব্যাটার নেই।

দিন শেষে তাইজুল বলছিলেন, ‘এটা (অলআউট করা সম্ভব ছিল) বলতে পারেন…। ১০-১৫ ওভার থাকতেই হয়তো পারতাম (অলআউট করতে)। তখন পাঁচ-ছয়টা উইকেট পড়ে যেত, যদি আমরা সুযোগগুলো নিতে পারতাম। অলআউট করা সম্ভব ছিল। অসম্ভব ছিল না সেটা বলতে পারেন।’

প্রথম দিনে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম। তিন উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার। তার মধ্যে দুটা ভারতের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারার উইকেট। পুজারার উইকেট প্রসঙ্গে তাইজুল বলছিলেন, ‘লাইন লেন্থটা খুব ভাল ছিল। হয়তো এমন কয়েকটা মিস করছে, তবে আউট হওয়া বলটা বেশি টার্ন করছে, বেশি সুক্ষও ছিল। যার জন্য ও সোজা হয়ে খেলেছে হালকা টার্নের কারণে স্ট্যাম্পে হিট করছে।’

বিজ্ঞাপন

কোহলিকে আউট করা বলটিও ছিল দুর্দান্ত। অফস্পিনে পরাস্ত করে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন ভারতীয় তারকাকে। এই উইকেট পাওয়ার পর তাইজুলের উল্লাসটা হলো দেখার মতো। নিশ্চয় উচ্ছ্বাসিত ছিলেন। তবে কোহলির এই উইকেটকে ক্যারিয়ারের ‘হাইলাইটস’ মানতে রাজি নয় তাইজুল। বলছিলেন, ‘আমি কোহলির উইকেট এর আগেও পেয়েছি, তাই না? এটাই আমার ক্যারিয়ারের হাইলাইট হতে হবে, এমন তো কিছু নয়।’

সারাবাংলা/এসএইচএস

তাইজুল ইসলাম বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ বিরাট কোহলি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর