Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় টেস্টের দলে নাসুম, নেই তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৫৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:০৭

চট্টগ্রাম টেস্ট: ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে ডাকা হয়েছে তরুণ অফস্পিনার নাসুম আহমেদকে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের দলেও নেই তামিম ইকবাল।

চোটের কারণে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। কাঁধে চোট পাওয়া সাকিবের বোলিং করা নিয়ে শঙ্কা আছে দ্বিতীয় টেস্টেও। সাকিবে দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও সংশয় শোনা যাচ্ছে। তবে স্কোয়াডে রাখা হয়েছে অধিনায়ককে।

বিজ্ঞাপন

বোলিংয়ের সময় পিঠে চোট পাওয়া ইবাদত হোসেন ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকে। ক্যাচিং অনুশীলনের সময় চোট পাওয়া শরিফুল পেসারও নেই দ্বিতীয় টেস্টে দলে।

২০২১ সালের মার্চে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসুম টি-টোয়েন্টি দলে মোটামুটি নিয়মিত। ওয়ানডে খেলেছেন ৪টি। এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন তরুণ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ ম্যাচ খেলে ১০৫ উইকেট নিয়েছেন নাসুম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল: জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান, রেজাউর রহমান।

সারাবাংলা/এসএইচএস

নাসুম আহমেদ বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

জবি ছাত্রদলের ২ নেতাকে শোকজ
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩

সংস্কার শেষে নির্বাচন হবে: ফয়জুল করীম
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

আরো

সম্পর্কিত খবর