Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুতেই তিন উইকেট নিয়ে ভারত বধের পথে এগুচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১০:০৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১১:২৩

মাত্র ১৪৫ রানের পুঁজি নিয়েই ঢাকা টেস্টে ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। গতকাল ৩৭ রানেই ভারতের প্রথম চার ব্যাটারকে ফিরিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট জয়ের সম্ভবনা তৈরি করেছির বাংলাদেশ। আজ সকাল সকাল আরও তিন উইকেট তুলে নিয়ে সেই সম্ভবনা উজ্জল করেছেন স্বাগতিকরা। তিনটি উইকেটই নিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

এই প্রতিবেন লেখা পর্যন্ত ১৪৫ রানের জবাব দিতে নেমে ভারতের স্কোর ৭৪/৭। ১ রানে ক্রিজে আছেন শ্রেয়াস আয়ার। অপরপ্রান্তে থাকা রবিচন্দ্রন অশ্বিন এখনো রানের খাতা খুলতে পারেননি।

বিজ্ঞাপন

রোববার (২৫ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। দিনের প্রথম বলেই অক্ষর প্যাটেলের বিপক্ষে জোড়ালো আবেদন করেছিলেন মেহেদি হাসান মিরাজ। আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ রিভিউও নিয়েছিল। তবে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান অক্ষর।

তৃতীয় ওভারেই ‘নাইটওয়াচম্যান’ জয়দেব উনাদকাটকে ফেরান সাকিব। সাকিবের নিচু হওয়া বল বল সামলাতে না পেরে এলবিডব্লিউ সকাল সকাল এক ছক্কা হাঁকানো ভারতীয় পেসার (১৩)। এই নিচু হওয়া বলেই ভারতীয়দের নাভিশ্বাস তুলে ছেড়েছেন মিরাজ।

মিরাজের আর্ম বল নিচু হয়ে আঘাত হানে বেশ ভালো খেলতে থাকা পন্তের প্যাডে। আম্পায়ার আউট দিয়ে দিলে পরে রিভিউও নেননি পন্ত। খানিক বাদে এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক অক্ষর প্যাটেলকেও আর্ম বলে ফিরিয়েছেন মিরাজ। মিরাজের নিচু হওয়া বলটি ছিল লেগ স্ট্যাম্পের বাইরে। অক্ষারের প্যাডে লেগে আঘাত করে স্ট্যাম্পে। ৭৪ রানের মাথায় সপ্তম উইকেট হারিয়ে ফেলে ভারত।

বিজ্ঞাপন

মিরাজ এখন পর্যন্ত ১৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ ও দ্বিতীয় ইনিংসে ২৩১ রান তুলেছে। ভারত তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান তুলেছে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর