ব্রাজিলে তিনদিন রাষ্ট্রীয় শোক, কিংবদন্তির অন্ত্যেষ্টিক্রিয়া কখন
৩০ ডিসেম্বর ২০২২ ১২:০৩
ফুটবলকে বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। খেলাটাকে এতো জনপ্রিয় করা, ছড়িয়ে দেওয়া বা একটা শক্ত ভিত্তি স্থাপন করাতে যার বড় অবদান সেই পেলে চলে গেলেন গতকাল। বৃহস্প্রতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সর্বকালের সেরা ফুটবলার। ‘কালো মানিকে’র বিদায়ে কাঁদছে পুরো ফুটবলবিশ্ব। ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
পেলের মৃত্যুর খবরের পরই ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। কিংবদন্তির অন্ত্যেষ্টিক্রিয়া কখন, কোথায়, কিভাবে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে পেলের ইচ্ছা অনুযায়ী। শারীরিক অবস্থা অবনতি হওয়ার পরই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার চাওয়া অনুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। আলবার্ট আইনস্টান স্টেডিয়াম প্রস্তুত করা হবে সমাহিতের জন্য।
পেলের দেহ সমাহিত করা হবে নতুন বছরের শুরুতে। ২ জানুয়ারী তার মরদেহ নেওয়া হবে সান্তোস ক্লাব প্রাঙ্গণে। ২ জানুয়ারি সান্তোসের রাস্তায় পেলের মরদেহ নিয়ে অন্তিম যাত্রা হবে। পেলের ১০০ বছর বয়সী মা ডোনা কেলেস্তে এখনো জীবিত। তার কাছে নিয়ে যাওয়া হবে পেলের মরদেহ।
সকল আনুষ্ঠাকিতা সেরে মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হবে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা এবং এক হাজারের বেশি গোল করা কিংবদন্তিদের কিংবদন্তি ফুটবলার পেলেকে।
সারাবাংলা/এসএইচএস