Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্তিতে ঘুমান পেলে’— মেসির শোকবার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২২ ১২:১৫

ঢাকা: ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক ও গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি। মাত্র ১০ দিন আগেই বিশ্বকাপ জয়ের পরে যার কাছ থেকে পেয়েছিলেন ভালোবাসার বার্তা সেই পেলেকেই শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, শান্তিতে ঘুমান।

পেলের সঙ্গে নিজের কিছু ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি নিজের ভেরিফাই করা পেজ থেকে এই পোস্ট দেন।

ভক্তদের হৃদয়ে অমরত্ব লাভ করলেও বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল কিং খ্যাত পেলে। মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় এক মাস এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

ফুটবলার হিসেবে যুগের পর যুগ মনে রাখার মতো অর্জন এনে দিলো যে দেশের জার্সি গায়ে পেলের মৃত্যুতে স্বাভাবিকভাবে সেই ব্রাজিলেই শোকের মাত্রাটাও সবচাইতে বেশি। আর তাই নিজেদের মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার ব্রাজিল৷ কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার বার্তায় ফুটবলার হিসেবে পেলের কীর্তি তুলে ধরে বলেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি, পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। পেলের খেলা, না। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। কারণ, যখন সে বল পেত, সবসময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।

প্রেসিডেন্টের ওই বার্তার কিছুক্ষণ পর দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয় ব্রাজিলে।

বিজ্ঞাপন

এর আগে, প্রায় মাসখানেক জটিল রোগে আক্রান্ত ছিলেন পেলে। কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল তার। এরইমধ্যে চলতি মাসে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কোলন ক্যানসারের জন্য নিয়মিত কোমো থেরাপি দেওয়া হচ্ছিল পেলেকে।

পেলের পূর্ণ নাম এডসন আরন্তেস ডো নাসিমেন্টো। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন পেলে। ১৬ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলেন তিনি। পরে ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপও জিতেন পেলে। তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় তিনি।

২০ বছরের ক্যারিয়ারে পেলে কখনও ব্রাজিলের বাইরে কোনো ক্লাবে খেলননি। ব্রাজিল সরকার পেলেকে জাতীয় সম্পদ ঘোষণা করে বিদেশি ক্লাবে যাওয়ার নিষিদ্ধ করেছিল তার। ব্রাজিলের হয়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচে ৭৭ গোল পেলের। সান্তোসের হয়ে নয় শতাধিক ম্যাচে এক হাজারের বেশি গোল তার।

বিশ্বজুড়ে পেলের জনপ্রিয়তা আকাশ ছোয়া। পেলের খ্যাতি এমন ছিল যে, তার কারণে ১৯৬৭ সালে নাইজেরিয়ার একটি গৃহযুদ্ধে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। ১৯৯৭ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।

সারাবাংলা/এসবি/এসএইচএস

টপ নিউজ পেলে লিওনেল মেসি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর