Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেলে একটু বিশ্রামে গেছেন…

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২ ১৬:২৮

শোকে কাতর ব্রাজিল, শোকে মূহ্যমান পুরো ফুটবল বিশ্ব। বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে গেছেন ফুটবলের রাজা পেলে। শোক ছড়িয়ে গেছে রাজনীতি, অর্থনীতির মতো অঙ্গনেও। একজন পেলে যে শুধুই একজন ফুটবলার নয়। ৮২ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তির এই বিদায় যেন বিশ্বাসই হচ্ছে না অনেকের।

২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কাফু মানতেই পারছেন না পেলে নেই! কাফু বলেছেন, পেলে একেবারে চলে যেতে পারেন না। হয়তো খানিক বিশ্রামে গেছেন!

বিজ্ঞাপন

‘কালো মানিকে’র মৃত্যুতে কাফু লিখেছেন, ‘আমি মনে করি পেলের মৃত্যুর সংবাদটি ঠিক নয়। কোথাও কোনো ভুল হচ্ছে। পেলে কীভাবে চলে যান! তাঁর তো মৃত্যু নেই। তিনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। পেলে চিরন্তর। তিনি রাজা। তিনি সবার চেয়ে ভিন্ন। তিনি একটু বিশ্রামে গেছেন। তাঁর প্রতিটি দুর্দান্ত গোল চিরন্তন, বল নিয়ে প্রতিটি মুভ চিরন্তন। আমরা যারা ফুটবল একটু–আধটু খেলেছি, ফুটবলকে পেশা হিসেবে নিয়েছি, তাদের সবার কাছে তিনি আদর্শ।’

ব্রাজিলের বর্তমান সেরা ফুটবলার নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন পেলে অবিনশ্বর, পেলে কখনোই মুছে যেতে পারেন না, ‘পেলের আগে ‘১০’ ছিল কেবলই একটি সংখ্যা। আমি এই প্রবাদ কোথাও পড়েছিলাম, আমার জীবনের কোনও একটা মুহূর্তে। কিন্তু ওই প্রবাদ, সুন্দর, অসম্পূর্ণ। আমি বলি পেলের আগে ফুটবল ছিল কেবলই একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছিলেন। তিনি ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়েছিলেন, বিনোদনের জায়গায় পৌঁছান। তিনি দরিদ্রদের পক্ষে সোচ্চার ছিলেন, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য। ফুটবল এবং ব্রাজিলের মর্যাদা উন্নীত হওয়ার জন্য রাজার প্রতি কৃতজ্ঞতা। তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে অবিনশ্বর।’

বিজ্ঞাপন

কদিন আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি পেলের মৃত্যু সংবাদে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন।’

ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা এবং বিশেষ করে এডসন আরান্তেস দু নাসিমেন্তোর পরিবারের প্রতি। একটি ছোট্ট ‘বিদায়’ শব্দ দিয়ে অবিনশ্বর রাজা পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়। এই মুহূর্তে গোটা ফুটবল বিশ্ব শেঅকে কাতর।’

কিলিয়ান এমবাপ্পে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার উত্তরাধিকার কখনও ভোলা যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’

ফাইল ছবি

শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি লিখেন, ‘মেসি, রোনালদো ও বেকহামের আগে ছিলেন পেলে। ১৯৫৮ সালে সতের বছর বয়সে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন। পরে তিনি আরও দুটো বিশ্বকাপ জেতেন। পেলের বিনীত শুরু থেকে ফুটবল কিংবদন্তি হয়ে ওঠা এক সম্ভবের গল্প। আজ তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সমবেদনা।’

ব্রাজিলকে একাধিকবার বিশ্বকাপ জেতানো কোচ এবং পেলের সঙ্গে ১৯৫৮ বিশ্বকাপ খেলা মারিও জাগাল বলেছেন, পেলে মনে রাখবে ব্রাজিলের সব প্রজন্ম, ‘পেলের মুখে হাসি লেগেই থাকত। তিনি হাসি ছাড়া কারও সঙ্গে কথা বলতেন না। তাঁকে গম্ভীর কেউ দেখেনি। সবাইকে সাহায্য করতেন, সেটি যেভাবেই হোক। ব্রাজিলের সব প্রজন্ম পেলেকে মনে রাখবে।’

ব্রাজিলের সাবেক কোচ ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা বলেছেন, ‘পেলে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি এমন একটা দুনিয়ায় গেছেন, যেখানে “শেষ” বলে কিছু নেই। পেলে চিরন্তন।’

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোমারিও বলেছেন ব্রাজিল তার সেরা সন্তানকে হারিয়েছে, ‘পেলের মৃত্যু মানে ব্রাজিল দেশ হিসেবে তার সেরা সন্তানকে হারিয়েছে। তিনি ফুটবলের রাজা। দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। এডসন আরান্তেস দো নাসিমেন্তোকে আজ গোটা দুনিয়া কুর্নিশ করছে।’

সারাবাংলা/এসএইচএস

পেলে পেলের মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর