Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগের প্রেক্ষিতে সাকিবকে ইসমাইল হায়দারের পাল্টা প্রশ্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ২২:৩৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়িয়েছে আজ থেকে। মাঠের খেলা শুরু হওয়ার দুদিন আগে এই টুর্নামেন্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব আল হাসান। নবম বিপিএলেও শুরুতে ডিআরএস নেই। বাজেট কম, পেশাদারিত্বের অভাবসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে ‘একটা যা-তা অবস্থা’ বলেছিলেন সাকিব। মানের দিক দিয়ে প্রিমিয়ার ডিভিশনকে বিপিএলের চেয়ে ভালো বলেছিলেন সাকিব। সাকিবের অভিযোগের প্রেক্ষিতে বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক পাল্টা প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

মল্লিক বলেছেন, মান খারাপ বলছে কিন্তু সাকিবকে তো কখনো বিপিএল মিস করতে দেখিনি। কিন্তু প্রিমিয়ার ডিভিশনের অনেক ম্যাচ খেলেননি।

বিপিএলের সিইও’র দায়িত্ব পেলে অব্যবস্থপনা এক-দুই মাসের মধ্যেই ঠিক করে ফেলবেন বলেছিলেন সাকিব। এই কথার প্রেক্ষিতে ইসমাইল হায়দার বলেছেন, তাকে মোস্ট ওয়েলকাম। আগামী আসর থেকেই সে সিইও’র দায়িত্ব নিক।

শুক্রবার (৬ জানুয়ারি) সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলে বিপিএল গভর্নিং কমিটি। নানান বিষয়ে আলাপকালে উঠে আসে সাকিব প্রসঙ্গ। তাতে পাল্টা প্রশ্ন তোলেন ইসমাইল হায়দার।

তিনি বলেন, ‘আমিতো দেখি প্রিমিয়ার ডিভিশনে অনেক ম্যাচ খেলে নাই, কিন্তু আজ পর্যন্ত বিপিএলে তো কোনো ম্যাচ মিস করে নাই। ওকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে ওতো প্রিমিয়ার ডিভিশনের অনেক ম্যাচ খেলে নাই। বলতেছে যে প্রিমিয়ার ডিভিশনের চেয়ে এটা আমাদের খারাপ। কিন্তু আমি তো দেখি বিপিএলের কোনো এডিশনে কোনো খেলা ও বাদ দেয় নাই। প্রিমিয়ার ডিভিশন তো ও অনেক সময় খেলে না। এটা আসলে বিতর্ক না। ও আমাদেরই লোক। আমাদের সীমাবদ্ধতা আছে।’

তিনি আরও বলেন, ‘আমি তো প্রিমিয়ার লিগে একটা দলের পরিচালক। সেখানে স্পনসর সর্বোচ্চ আসে ১ কোটি টাকা। আর এখানে একটা থেকেই আসে ৬০ কোটি টাকা। তুলনাটা আসে না তাই।’

আমি সিইও’র দায়িত্ব পেলে সর্বোচ্চ এক-দু মাস লাগবে সব কিছু ঠিক করতে- সাকিবের এমন কথার প্রেক্ষিতে ইসমাইল হায়দার বলেছেন, ‘সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে ওয়েলকাম জানাই। ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। ও আগ্রহ প্রকাশ করেছে। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক। আমরা তাকে ধন্যবাদ জানাই সে সিইও হিসেবে আসতে চায়। পরবর্তী বছরে সে সিইও হিসেবে আসুক। অবশ্যই ওয়েলকাম করবো। পারলে তো এখনই… এখনতো সে খেলতেছে। এখনতো সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে পরের বছরে চলে আসুক।’

বিজ্ঞাপন

সাকিবকে নিজেদের লোক উল্লেখ করে ইসমাইল হায়দার বলেন, ‘একটু আগেও সাকিব আমাদের সঙ্গে কথা বলেছে। এখানে আসার আগে মাশরাফির সঙ্গে কথা বলছিলাম। দেখেন, আমরা সবাই একই পরিবারের। মত ভিন্ন থাকতেই পারে। সাকিব তো আমাদেরই লোক। পরিবর্তন তো আমরাও চাই। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কী।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল বিপিএল ২০২৩ বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর