বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন রিজওয়ান
২২ জানুয়ারি ২০২৩ ১৯:৩১
বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলো স্থানীয় তরুণ ক্রিকেটারদের জন্য শেখার ভালো একটা মাধ্যম বটে। দেশি-বিদেশি তারকারা একত্রিত হয়। তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করে শেখা যায় অনেক কিছু। বাংলাদেশি তরুণ ক্রিকেটাররা এই সুযোগ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন, বললেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশি তরুণদের আগ্রহে মুগ্ধ তিনি। বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।
আন্তর্জাতিক পর্যায়ে মোহাম্মদ রিজওয়ান বড় তারকা। অনেক ম্যাচ এবং অনেক বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। বিপিএলে কাছে পেয়ে বাংলাদেশি তরুণরা নিয়মিতই আসছেন তার কাছ থেকে শিখতে। রিজওয়ানরা যত্ন সহকারে শেখাচ্ছেনও।
রোববার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ক্রিকেটার। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘বাংলাদেশের ছেলেরা সবার কাছ থেকে শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেককে দেখছি। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’
কুমিল্লার তরুণ স্পিনার তানভির ইসলামকে একটু বেশিই মনে ধরেছে রিজওয়ানের। বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে হাইলি রেট করতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে।’
পাকিস্তানি তারকা বলেন, ‘তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়। আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে- বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানোর বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করি।’
সারাবাংলা/এসএইচএস