Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের কারণে পরের বিপিএলে বিরতির ভাবনা বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ২২:৩৯

এবারের আসর থেকে তিন মৌসুমের হিসেব ধরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলোকে দলও দেওয়া হয়েছে তিন মৌসুমের জন্য। এবারসহ আগামী দুই মৌসুমের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়েছে আগেই। তবে সূচী অনুযায়ী আগামী মৌসুমে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে চিন্তিত বিসিবি।

কারণ আগামী মৌসুমে বিপিএল যে সময়ে হওয়ার কথা ঠিক একই সময়ে জাতীয় নির্বাচন। ফলে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কিনা চিন্তিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনের কারণে বিপিএলের মাঝে বিরতির চিন্তাও করছে বিসিবি।

বিজ্ঞাপন

গত বছরের ১৭ জুলাই বিসিবির পরিচালনা পর্যদের বৈঠক শেষে আগামী তিন বিপিএলের দিন-তারিখ চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সে অনুযায়ী আগামী বছর বিপিএল মাঠে গড়ানোর কথা ৬ জানুয়ারি। শেষ হওয়ার কথা ১৭ ফেব্রুয়ারি। জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসে।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেটে বিপিএলের ম্যাচের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাজমুল হাসান পাপন বলেন, ‘সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখন খুঁজে পাচ্ছি না, স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি, কিন্তু মাঝে গ্যাপ দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সব তো নির্বাচনে ব্যস্ত থাকবে।’

এবারের বিপিএল অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তবে ঢাকার তুলনায় চট্টগ্রাম ও সিলেটে ম্যাচ সংখ্যা অনেক কম। ঢাকার বাইরে ম্যাচ সংখ্যা বাড়ানো যায় কিনা, এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘আমাদের সবসময় ইচ্ছা আরও বেশি জায়গায় দেওয়ার (বিপিএলের খেলা)। সমস্যাটা হয় কী, আমাদের সূচি এত টাইট…এফটিপি তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চার দিন বের করার কোনো সুযোগ নেই। একটা ভেন্যু বাড়ানো মানেই আরও চার দিন নেই। দুদিন করে আসা যাওয়া মিলিয়ে চার দিন। আরও একটা বাড়ালে আট দিন লাগবে।’

বিজ্ঞাপন

বিপিএলের সিলেট পর্ব শেষ হতে যাচ্ছে আগামীকাল। তারপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে ঢাকার তৃতীয় পর্ব। টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হাসান পাপন বিপিএল বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর