Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারুফার দুর্দান্ত বোলিং জেতাতে পারেনি বাংলাদেশকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৫

শ্রীলংকা নারী ক্রিকেট দলের বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৬ রান তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটা সর্বোচ্চ রান তোলার রেকর্ড। পরে শুরুতে দুর্দান্ত বোলিং করলেন তরুণ পেসার মারুফা আক্তার। তবে জয়ের মুখ দেখতে পারেনি বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে বাংলাদেশের বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিয়েছেন শ্রীলংকান মেয়েরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মেয়েদের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী দলের এটা টানা ১৩তম হার! দেশ ছাড়ার আগে বিশ্বকাপে দীর্ঘদিনের জয়ক্ষরা ঘুচানোর আকুতি শোনা গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে। সেই হাহাকার আরও বাড়ল।

কেপটাউনের নিউল্যান্ডে ১২৬ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতে শ্রীলংকাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন মারুফা। নিজের প্রথম ওভারেই শ্রীলংকার সেরা ব্যাটার চামিরা আতাপাত্তুকে ফেরান মারুফা। পরের ওভারের প্রথম দুই বলে আরও দুই উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার। মারুফার গতির ঝড়ে ২৫ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা। কিন্তু দুর্দান্ত এই শুরুটা পরে কাজে লাগাতে পারেনি বাংলাদেশের বোলিং লাইনআপ।

মারুফার সঙ্গে তাল মিলিয়ে শ্রীলংকাকে পরে চেপে ধরতে পারেনি অন্যরা। চতুর্থ উইকেট জুটিতে ১০৪ রান তোলেন হার্শিতা মাদাভি ও নিলাকশি ডি সিলভা। বিশ্বকাপে শ্রীলংকা নারী দলের এটা প্রথম শতরানের জুটি। অপরাজিত থেকে এই দুজনই শ্রীলংকার জয় নিশ্চিত করেছে।

১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১২৯ রান তুলে ফেলে শ্রীলংকা। হার্শিতা মাদাভি ৫০ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন। ৩৮ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন নিলাকশি ডি সিলভা। মারুফা আক্তার ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিং করতে নেমে শামিমা আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানার ব্যাটে এগিয়েছে বাংলাদেশ। শুরুতেই মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে কখনোই বড় জুটি হয়নি। মাঝে শামিমা, সোবহানা, নিগাররা ইনিংস টেনে নিয়েছে।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে বাংলাদেশ। ১৩ বলে ২০ রান করেছেন ওপেনার শামিমা। সোবহানা মোস্তারি ৩২ বলে ৫টি ২৯ রান করেছেন। অধিনায়ক নিগার সুলতানা ৩৪ বলে ২৮ রান করেন। এছাড়া লতা মন্ডল ১১ রান করেন। শ্রীলংকার ঋষি রণসিংহে ৪ ওভারে ২৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর