Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩৬

শেষ ধাপে এসে পৌঁছেছে নবম বিপিএল। আগামীকাল মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফাইনালের আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম বিপিএলের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।

বিজ্ঞাপন

অন্যান্য ক্যাটাগরির জন্যও থাকছে আর্থিক পুরস্কার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারী পাবেন ৫ লাখ করে টাকা। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।

আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালের লড়াইয়ে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ, এখন পর্যন্ত ১৭ উইকেট নিয়েছেন তরুণ পেসার।  ৪৫২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর