Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকহামের ক্লাবই কি মেসির পরবর্তী গন্তব্য?

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৫

২০২১ সালে গোটা ফুটবল বিশ্বকে হতবাক করে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর ফ্রি এজেন্ট হিসেবে নাম লেখান তারকাখচিত প্যারিস সেইন্ট জার্মেইতে। যেখানে আগে থেকেই ছিলেন মেসির পুরনো বন্ধু নেইমার জুনিয়রও। পিএসজির সঙ্গে মেসির চুক্তি ছিল দুই বছরের যা শেষ হতে যাচ্ছে ২০২৩ সালের জুনে। তবে চুক্তি নবায়ন নিয়ে নেই কোনো আলোচনা। এর মধ্যেই চড়াও হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এমএলএস-এ মেসির নাম লেখানোর গুঞ্জন। শোনা যাচ্ছে ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখাতে চলেছেন সদ্যই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল মেসি।

বিজ্ঞাপন

সপ্তাহখানেক আগে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পস জানিয়েছিলেন লিওনেল মেসির চুক্তি নবায়নের জন্য আমরা চেষ্টা করছি।

ক্যাম্পস বলেন, ‘আমরা মেসির চুক্তি নবায়নের জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা আলোচনা করছি। আমি খুব করে চাইছি মেসি যেন আমাদের সঙ্গে চুক্তি নবায়ন করে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় মেসিকে রাখা খুবই জরুরি। আমি এটা গোপন করবো না। আমাদের লক্ষ্য তাকে আমাদের সঙ্গে রেখে দেওয়া।’

ইউরোপিয়ান দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো অবশ্য জানিয়েছেন মেসি নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন ঠিকানা খুঁজতে পারেন। তবে তিনি এও জানিয়েছেন যে, ইতোমধ্যেই পিএসজির সঙ্গে এক দফা আলোচনা করেছেন মেসি।

রোমানো বলেন, ‘এটা চমক হবে না যদি বিশ্বকাপজয়ী নতুন চ্যালেঞ্জের জন্য নতুন কোনো ক্লাব খোঁজে। আমি এটা নিয়ে নিশ্চিত নই যে মেসির সিদ্ধান্তে কোনো পরিবর্তন এসেছে কি না। মেসি এখন পিএসজির সঙ্গে আলোচনা করছে। গেল সপ্তাহে মেসির বাবার সঙ্গে পিএসজি একটি বৈঠক করেছে। তবে এখনো কোনো রকম সিদ্ধান্তে আসেনি দুই পক্ষ। আগামী সপ্তাহে আবারও পিএসজির সঙ্গে আলোচনায় বসবে মেসির বাবা।’

সম্প্রতি লিওনেল মেসির এজেন্ট ও তারা বাবা হোর্হে মেসিকে বার্সেলোনা শহরে দেখা যাওয়ায় গুঞ্জন উঠেছিল লিওনেল মেসি কি তবে আবারও ফিরছেন বার্সেলোনায়? তবে ফ্যাব্রিজিও রোমানো বলেন, ‘মেসির বাবা নিশ্চিত করেছেন যে বার্সেলোনার পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব তারা পাননি।’

এ প্রসঙ্গে হোর্হে আরও বলেন, ‘আমার মনে হয় না সে বার্সেলোনায় ফিরবে। এমন কোনো শর্তা কিংবা সম্ভাবনা নেই। অদূর ভবিষ্যতে তার বার্সায় খেলার সম্ভাবনা কম।’

বিজ্ঞাপন

তবে কোথায় যাচ্ছেন মেসি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকেই। এর মধ্যেই ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে লিওনেল মেসি নাকি পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস)। পিএসজির সঙ্গে প্রথম দফার আলোচনায় মেসি ততটা আগ্রহী নন। এর কারণ হিসেবে জানা গেছে পিএসজির সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা পছন্দ নয় মেসির। আর একারণেই পিএসজি ছেড়ে নতুন চ্যালেঞ্জের সন্ধানে যেতে পারেন মেসি।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর জানিয়েছে, পিএসজি ছাড়লে মেসির সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। ডেভিড বেকহামের মালিকানাধীন মিয়ামি নাকি মেসিকে তার আর্থিক চাহিদার পুরোটাই মেটাতে পারবে বলে আশ্বাস দিয়েছে।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা ইন্টার মিয়ামি এমএলএস পিএসজি বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর