Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়মিত উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৩ ১৫:০৮

ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাঝখানে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় টাইগাররা। তবে শেষ পর্যন্ত তিনিও ফিরলে বাড়ে চাপ। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান।

ইনিংসের ৫ম ওভারে বল হাতে আসেন ক্রিস ওকস। প্রথম তিন বল ডট দেওয়ার পর চতুর্থ বলে লিটন দাস (৭) তাকে ছক্কা হাঁকান। এরপরের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এরপর তামিম ইকবাল ফেরেন ১০ ওভারে মার্ক উডের বলে বোল্ড হয়ে ফেরেন। আউট হওয়ার আগে চারটি চারে তামিক্ম করেন ২৩।

বিজ্ঞাপন

তামিম ফিরলে উইকেটে আসেন মুশফিক। তৃতীয় উইকেটে অভিজ্ঞ মুশিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশিক ধীর গতির ব্যাটিং চাপ বাড়াচ্ছিল দলের ওপরও। এরপর ২০তম ওভারে ৪৪ রানের এই জুটি ভাঙেন আদিল রশিদ। মুশফিক ফেরেন মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে ৩৪ বলে ১৬ রান করে মুশফিক যখন ফিরছেন দলীয় সংগ্রহ তখন ৯৫।

টপ অর্ডার থেকে পাঁচ নম্বরে অবনমিত হয়েছেন। মাত্র দিন তিনেক আগে দেশে ফেরা সাকিব ব্যাট হাতে পারলেন না নিজেকে মেলে ধরতে। ১১ বলে ৯ রান করে ফিরলেন সাকিবও। বাংলাদেশ ১০৬ রানে হারাল চতুর্থ উইকেট। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে হাল ধরলেন শান্ত। এই জুটি দাঁড়িয়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার লক্ষ্য। এর ভেতর শান্ত তুলে নিলেন অর্ধশতকও। তবে ৩৬তম ওভারে এসে আর ধরে রাখতে পারলেন না শান্ত। ফিরলেন দলীয় ১৫৯ রানে ভাঙল ৫৩ রানের জুটি। শান্ত যখন ফিরছেন তখন তার নামের পাশে ৮২ বলে ৫৮ রানের ইনিংস।

বিজ্ঞাপন

শান্ত ফেরার পরপরই ফিরলেন সেট হয়ে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও (৩১)। তিনি ফিরলেন দলীয় ১৬২ রানে। বাংলাদেশ হারাল ৬ষ্ঠ উইকেট। এরপর আফিফ হোসেন ফিরলেন মাত্র ৯ রান করে। এই রিপোর্ট লেখা অবধি মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ লড়াই চালিয়ে যাচ্ছেন।

সারাবাংলা/এসএস

তামিম প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম ইংল্যান্ড মাহমুদউল্লাহ মুশফিক সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর