Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৩ ২০:০১ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ২০:৪৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস, নাজমুল হোসেন শান্তর অর্ধশতকের পর মুশফিকুর রহিমের রেকর্ড গড়া শতকে ভর করে বাংলাদেশ রেকর্ড পুঁজি দাঁড় করায়। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৪৯ রান তোলে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ড ব্যাট করতে নামার আগেই হানা দেয় বৃষ্টি।

সিলেটে বৃষ্টিত সম্ভাবনা ছিল আগে থেকেই। তবে বাংলাদেশ ইনিংসে বাগড়া দেয়নি বৃষ্টি। কিন্তু বাংলাদেশ ইনিংস শেষ হতেই মুষল ধারায় বৃষ্টি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির জোর কমে আসলেই পুরোপুরি থামেনি এখনো।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী, ন্যূনতম ২০ ওভারের জন্য ৯টা ৩৩ মিনিটের মধ্যে শুরু হতে হবে খেলা। এর মধ্যে খেলা শুরু করা না গেলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচ।

সারাবাংলা/এসএস

দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর