Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিভার প্লেটে’র বিরুদ্ধে আর্জেন্টিনার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৩ ১১:১১

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়ের ধারা অব্যাহত। একদিন আগে পানামাকে উড়িয়ে দেওয়া বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেটের।

লিওনেল মেসিসহ আর্জেন্টিনার সেরা একাদশের অনেকেই মাঠে নামেননি এই ম্যাচ খেলতে। তবুও রিভার প্লেটের মূল দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

৩০ মিনিট করে দুই অর্ধে ম্যাচ হয়েছে ৬০ মিনিটের। দুই অর্ধেই দুটি করে গোল করেছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন আনহেল কোরেয়া।

একটি করে গোল করেছেন পাওলো দিবালা ও নিকো গঞ্জালেস।

আগামী মঙ্গলবার কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তারই প্রস্তুতি হিসেবে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যেটার অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ‘অনানুষ্ঠানিক ফুটবল মহড়া’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আর্জেন্টিনা আর্জেন্টিনার জয় রিভার প্লেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর