Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টেও আক্রমণাত্মক খেলার চেষ্টা থাকবে: মিরাজ

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৩ ১৫:৪১

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মঙ্গলবার (৪ এপ্রিল) মাঠে নামছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সাদা পোশাকে আয়ারল্যান্ড নতুন হলেও তাদের ছোট করে দেখছে না বাংলাদেশ। আর নিজেদের নতুন আক্রমণাত্মক ক্রিকেটটা টেস্টেও ধরে রাখার চেষ্টা থাকবে টাইগারদের। আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এটাই জানালেন অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

সিলেট ও চট্টগ্রামে সাদা বলের দুই সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর ঢাকায় ফিরে মঙ্গলবার আইসিসির নবীন পূর্ণ সদস্য দেশটির বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগে দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। সাদা বলে খেলার রেশকেই যেন লাল বলে বয়ে এনেছেন লিটন। দুই দিনই আগ্রাসী ভূমিকায় দেখা গেছে তাকে। নিজেদের জোনে বল শট খেলেছেন তামিম, মুশফিকুর রহিমরাও।

আর এভাবেই টেস্ট খেলবে বাংলাদেশ বলে জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ, ‘আধুনিক ক্রিকেটে এখন সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেটও কিন্তু এখন বিশ্বে যেমন চলছে, আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছে সবাই। তো অবশ্যই আমরাও চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি, তাহলে তো ভালো। দিন শেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, এটা দলের জন্য ভালো, দেশের জন্যও ভালো এবং ক্রিকেটারদের জন্যও ভালো। এটা উইকেটের ওপর নির্ভর করে। কীভাবে উইকেট পড়ছে এবং বোলার কীরকম বল করছে। দিন শেষে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি, নিজেদের মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ।’

তবে আক্রমণাত্ম বলেই যে চোখ বন্ধ করে দেখা শোনা বাদ দিয়েই খেলবে বাংলাদেশ এমনটা নয়। পরিস্থিতি বিবেচনা করে মাঠে সেটার প্রতিফলন ঘটাবে বাংলাদেশ। মিরাজ এ ব্যাপারে বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট বলতে, টেস্ট ক্রিকেট অবশ্যই টেস্ট ক্রিকেটের মতোই খেলব। যদি নির্দিষ্ট কোনো ক্রিকেটারের কাছে মনে হয় যে, ‘আমি আক্রমণাত্মক ক্রিকেট খেললে আমার জন্য ভালো।’ সেটা একেকজন ক্রিকেটারের নিজের পরিকল্পনা যে সে কীভাবে কী করবে। সেটা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টেস্ট বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর