Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ শেষে সাকিব বললেন— এমনটাই চেয়েছিলাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ১৯:০৭

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ভালো ব্যাটিং দাপট দেখিয়েছে আয়ারল্যান্ড। তবে সেসব ছাপিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশই প্রত্যাশিত জয় পেয়েছে। এই টেস্টে বাংলাদেশ দলে বেশ কিছু বিষয় নজরে এসেছে। অনেকদিন পর তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ, একাদশে বোলার ছিল মোট ছয়জন। ব্যাটিংয়ে লিটন দাস, সাকিব আল হাসানদের দেখা গেছে আক্রমণাত্মক। মিরপুরের কন্ডিশনও ছিল ভিন্ন। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করে বললেন, মিরপুরে যেমন খেলতে চেয়েছিলেন তেমনই হয়েছে।

বিজ্ঞাপন

আগে বোলিং করে আইরিশদের ২১৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। পরে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে স্বাগতিকরা। আইরিশরা তৃতীয় দিনের ব্যাটিং প্রতিরোধে দ্বিতীয় ইনিংসে ২৯২ রান তুললে ১৩৫ রানের লিড দাঁড়ায় বাংলাদেশের সামনে। ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।

ম্যাচ শেষে সাকিব বলছিলেন, ‘এই টেস্টে আমাদের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার ছিল। আমরা সেগুলো করতে পেরেছি। কিছু কাজে দিয়েছে, কিছু দেয়নি। আমরা ইতিবাচক ছিলাম। আমরা যেভাবে ব্যাটিং করতে চেয়েছিলাম, উইকেটও সেভাবেই ব্যাটিং করতে আমাদের সহায়তা করেছে। আমরা মানসিকতাটা বদলাতে চেয়েছিলাম। এ ম্যাচে সেটি করতে পেরেছি।’

তিন পেসার সঙ্গে তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানকে ধরে মোট ছয় বোলার নিয়ে মিরপুর টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সাকিব বললেন, টেস্ট জিততে এমন সেটআপ নিয়েই মাঠে নামা দরকার, ‘যদি ২০ উইকেট নিতে হয়, তাহলে বোলিং অপশন বেশি লাগবে। এটার বিকল্প আসলে নেই। রক্ষণাত্মক মানসিকতা থাকলে, ড্র করার চিন্তা কিংবা কোনোমতে ব্যাটিং ভালো করার ভাবনা থাকলে আপনি কম বোলিং অপশন নিয়ে নামতে পারবেন। যখন জিততে চাইবেন, ৫-৬ বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো ওই অবস্থায় আছে। ভারত, ইংল্যান্ড যদি দেখেন… ৫-৬ জন বোলার আর ৬ ব্যাটার নিয়ে খেলে ওরা।’

এই টেস্টে মিরপুরের পিচ ছিল বেশ ব্যাটিং সহায়ক। সাকিবের কথায়, ‘এমন একটা জায়গায় খেলা হয়েছে, এ ধরনের পিচে আমরা সেভাবে খেলি না। আমি বলব খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল, মিরপুরে সাধারণত এমন ব্যাটিং উইকেট থাকে না। এমনকি আজও (টেস্টের চতুর্থ দিন) অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল।’

বিজ্ঞাপন

এমন উইকেটেও বাংলাদেশ প্রতিপক্ষের বিশ উইকেট তুলে নিতে পেরেছে বলেই তৃপ্তিটা বেশি সাকিবের। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া তাইজুল ইসলামের কথা আলাদা করে স্মরণ করেছেন। সাকিব বলেন, ‘তাইজুল আমাদের বোলারদের মধ্যে খুব ভালো করেছে। দ্বিতীয় ইনিংসে পেস বোলারদের যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে, যদিও শেষ পর্যন্ত তাদের পরিশ্রম কাজে লেগেছে।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর