Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ২০:০৩

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা তা নিয়ে অনেকদিন ধরেই চলছে বাড়তি চর্চা। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে গত সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজের দলেও জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডারের। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই বাদ পরাকে বিশ্বকাপ দলেও না থাকা মনে করছেন অনেকে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হচ্ছে, বিশ্বকাপের পরিকল্পনায় ঠিকই আছেন মাহমুদউল্লাহ। অন্যদের বাজিয়ে দেখতেই তার এই বাদ পরা।

বিজ্ঞাপন

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে কদিন আগেও বলেছেন, নিশ্চয় আবারও সুযোগ পাবেন রিয়াদ। একই কথা বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। মাহমুদউল্লাহ নিশ্চয় বিশ্বকাপের ভাবনায় আছেন এবং তিনি দলে সুযোগ পাবেন বলেছেন তামিম।

ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটা মাঠে গড়াবে মঙ্গলবার। আজ রোববার (৭ মে) সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ প্রসঙ্গে এমন কথা বলেন তামিম।

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা না থাকা)। কিন্তু তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’

জাতীয় দলের বাইরে থাকা তরুণ আফিফ হোসেন ধ্রুবর কথাও উল্লেখ করেছেন তামিম। বলেছেন, ‘শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি। আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো দু-একটা সিরিজ যে কোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে।’

এশিয়া কাপেই বিশ্বকাপ দল সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা পাওয়া যাবে বলছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আমরা এশিয়া কাপ খেলবো। ওখানে যে স্কোয়াডটা আমরা করবো, বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে। তাছাড়া আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য হবে। এই সিরিজ, হয়তো এরপরের সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ টপ নিউজ তামিম ইকবাল মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর