Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লতার সেঞ্চুরির জবাবে প্রতিপক্ষ ৩৪ ওভারে ৩৬ রানে অলআউট!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৯:৫০

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লতা মণ্ডল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ১০১ বলে ১০০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন লতা। লতার সেঞ্চুরির দিনে প্রতিপক্ষ কেরাণীগঞ্জ ক্রিকেট একাডেমি গুটিয়ে গেছে মাত্র ৩৬ রানে।

ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লতা। অধিনায়ক লতার সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২৮১ রানের সংগ্রহ গড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। পরে জবাব দিতে নেমে ৩৪ ওভারে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়ে ২৪৫ রানে ম্যাচ হেরেছে কেরাণীগঞ্জ ক্রিকেট একাডেমি।

বিজ্ঞাপন

রোববার (২৮ মে) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নামা খেলাঘরের হয়ে রান পেয়েছেন তাজ, দিলারা আক্তার, স্বর্ণা আক্তারও। ৭৫ বলে ৫২ রান করেছেন তাজ। দিলারা আক্তার ৪৭ ও স্বর্ণা আক্তার ৪১ রান করেছেন। কেরাণীগঞ্জের হয়ে ৩ উইকেট নিয়েছেন শাহনাজ পারভীন।

পরে জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান কেরাণীগঞ্জের দুই ওপনার। দলটির ইনিংসে আসা-যাওয়ার মিছিল চলতেই থাকে। শেষ পর্যন্ত ৩৪ ওভারে ৩৬ রানে গুটিয়ে যায় কেরাণীগঞ্জ। সর্বোচ্চ ১০ রান করেছেন শাহনাজ। চারজন ফিরেছেন শূন্য রানে।

খেলাঘরের হয়ে ৪ উইকেট নেন ফাহিমা খাতুন। ৩ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।

এদিকে লিগে দিনের অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১২৪ রান তোলে সিটি ক্লাব। সর্বোচ্চ ২৪ রান করেন তমালিকা সুমনা। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাতেমা জাহান সোনিয়া।

জবাব দিতে নেমে আবাহনীর শুরুটা অবশ্য ভালো হয়নি। ৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে তাতে জয় পেতে বেগ পেতে হয়নি আবাহনীকে। ৩২.২ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে দলটি। আবাহনীর হয়ে শম্পা ৩৫ ও শিবানি সিং ৩২ রান করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ঢাকা প্রিমিযার ডিভিশন নারী ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর