এখনও আনচেলোত্তিই ব্রাজিলের প্রথম পছন্দ
৩১ মে ২০২৩ ১৩:১৯
কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর বিদায় জানায় তিতেকে। এরপর থেকেও নতুন কোচ নিয়ে জল্পনা কল্পনা শুরু ব্রাজিলের। আর ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ কার্লো আনচেলোত্তিকে। যদিও বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে আছেন তিনি। তবে ইতালিয়ান এই কোচকে দলে টানতে এখনো বদ্ধপরিকর পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সংবাদমাধ্যমে কদিন আগে কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন। এই মৌসুমে ইতালিয়ান কোচ প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাকে রেখে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে মাদ্রিদ ক্লাব। কিন্তু তাকে নিয়ে এখনও আশা ছাড়ছে না ব্রাজিল।
সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেন, তিতের স্থলাভিষিক্ত হিসেবে এখনও তাদের কার্লো আনচেলোত্তিকেই প্রথম পছন্দ। কিন্তু অন্যদিকে রিয়াল কোচ জোর গলায় বলেছেন, চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত মাদ্রিদে থেকে যাবেন।
রদ্রিগেজ বলেন, ‘আনচেলোত্তি এমন একজন কোচ, যার নতুন প্রতিভাকে খেলানোর দর্শন ও সাহস আছে। অন্য কোচদের অসম্মান করছি না, ব্রাজিলে অনেক কোচই প্রশংসনীয় এবং তারা যোগ্য। কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে এবং প্ল্যান এ তিনিই।’
আনচেলোত্তি বারবার সংবাদমাধ্যমের সামনে রিয়ালে থাকার কথা জানালেও তাকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি করাতে চায় সিবিএফ। আর এজন্য ছকও এঁকেছে তারা। ব্রাজিল ফুটবলের প্রধান বলেন, ‘এটা কাজ করবে বলে আমাদের মনে হচ্ছে। প্রতিযোগিতার (লা লিগা) শেষ পর্যন্ত অপেক্ষা করি, যদিও বার্সেলোনা এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু আমরা প্রতিযোগিতার শেষ পর্যন্ত অপেক্ষা করবো এবং আমাদের মন বলছে, এটা কাজ করবে।’
‘আমি তার জায়গায় থাকলে চুক্তি পরিস্থিতি অনুযায়ী আমিও কোম্পানিকে খাটো করতাম না। আমি মনে করি ব্রাজিলিয়ান জাতীয় দলের জন্য তার একটা টান আছে, তিনি অধিকাংশ খেলোয়াড়কে চেনেন যারা খেলেছে এবং এমনকি যারা ব্রাজিলিয়ান জাতীয় দলের সঙ্গে এখন খেলছেন, তাদেরও।’—যোগ করেন সিবিএফ প্রেসিডেন্ট।
সারাবাংলা/এসএস