আফগানিস্তানকে নিয়ে সাবধান তামিম
৩ জুন ২০২৩ ১৮:৪২
প্রায় চার বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সর্বশেষ ২০১৯ সালে এসে টেস্টে স্বাগতিকদের নাস্তানাবুদ করেছিল আফগানরা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল বড় ব্যবধানে। চার বছর পর বাংলাদেশে এসে সেই টেস্ট ফরম্যাট দিয়েই সিরিজ শুরু করবে আফগানরা। আসন্ন সিরিজটি নিয়ে তামিম ইকবাল বেশ সাবধান। বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা কঠিনই হবে।
২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান এখন অনেকটা পরিনত। এখন আফগানদের হারাতে হলে তাই তিন বিভাগেই পারফর্ম করতে হবে মনে করছেন তামিম।
শনিবার (৩ জুন) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, ‘আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’
দুই দফায় এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথম দফায় একমাত্র টেস্ট খেলে ভারতে চলে যাবে দলটি। সেখান থেকে ফিরে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সবকিছু ঠিক থাকলে ঢাকায় আগামী ১৪ তারিখ শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচটি। সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ।
তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখনো অনুশীলনে যোগ দেননি। হাথুরু যোগ দিলে স্কিল ট্রেনিং শুরু হওয়ার কথা ক্রিকেটারদের। চলবে সিরিজের আগ পর্যন্ত। তামিম বলেন, ‘আমার মনে হয়ে প্রধান কোচ এসে যাবেন ৩ বা ৪ জুন। তখন থেকে আমরা মূলত স্কিল ক্যাম্পে চলে যাবে। আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ, আমার কাছে মনে হয়। আফগানিস্তান মানসম্পন্ন দল। তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)।’
সারাবাংলা/এসএইচএস