Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে চার পেসারও থাকতে পারে: হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১৫:২২

বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টে বছরের পর বছর ধরে স্পিন আধিক্য দেখেই অভ্যস্ত সবাই। পেসার না খেলিয়ে শুধুমাত্র স্পিনারদের নিয়েও অনেক সময় টেস্ট ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের বোলিং আক্রমণে এখন পেসারদেরই আধিক্য। কাল থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একাদশে চারজন পেসারও দেখা যেতে পারে বললেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিজ্ঞাপন

এর আগের দেখায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশের একাদশে কোনো পেসার ছিল না। স্পিনারদের দিয়েই একাদশ সাজিয়েছিল টাইগাররা। কিন্তু এবার হতে যাচ্ছে উল্টোটা। খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেটা মূলত টার্নিং পিচ হিসেবেই পরিচিত।

কিন্তু আফগানিস্তান টেস্টের জন্য মিরপুরের পিচকে পেসবান্ধব করা প্রচেষ্টা! কদিন ধরে পিচে দেখা যাচ্ছে বাড়তি ঘাস। আজ ম্যাচের দিনেও দেখা গেল পিচে বাড়তি ঘাস। তাতে বুঝাই যাচ্ছল বাংলাদেশের একাদশে পেসারদের আধিক্য থাকবে। তবে হাথুরুসিংহে বললেন আর একধাপ এগিয়ে।

আজ মঙ্গলবার (১৩ জুন) দলীয় অনুশীলন শুরুর আগে বাংলাদেশের হেড কোচ বলেন, ‘অবশ্যই আমরা সবাই দেখছি এখন সাত, আটজন আছে (পেসার) যাদের যেকোনো সময় নিতে পারি। পেস বোলিং ইউনিট নিয়ে আগেও যারা কাজ করেছে এইচপিতে বা বাংলাদেশ টাইগার্সে তারা খুবই ভালো কাজ করেছে। তারা ফুরফুরে আছে। তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী । কাল তিনজন বা চারজনও খেলাতে পারি, কে জানে। কাজেই তারা প্রস্তুত আছে।’

উইকেটে বাড়তি ঘাস প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘গত কদিন বৃষ্টি হয়েছে এজন্যও সবুজ। আমি এখানে আগেও সবুজ উইকেট দেখেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেট ছিল। আগের প্রশ্নের প্রাসঙ্গিকতা ধরে বলছি আমাদের পেসার আছে। এজন্য তাদের এমন কন্ডিশন দিয়েছি। আমাদের ভালো স্পিনারও আছে।’

বাড়তি ঘাস থাকলেও উইকেট স্পোর্টিং হবে, এমনটিই মনে করেন হাথুরুসিংহে। বাংলাদেশ হেড কোচ বলেছেন, ‘এখন সবুজ উইকেট আছে, কিন্তু দেখেন অনেক গরমে উইকেট ভাঙতে পারে, তখন স্পিনাররা ভালো ভূমিকা নেবে। আমার মনে হয় উইকেট বেশ স্পোর্টিং। ব্যাটার, বোলার, পেসার সবার জন্য কিছু না কিছু থাকবে। ভালো লড়াই হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর