শুরুতে ধাক্কা খেলেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বেশ ভালোই এগুচ্ছে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। ২৪ ওভারের প্রথম সেশস শেষে বাংলাদেশের স্কোর ১১৬/১।
বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠায় আফগানিস্তান। আফগানদের শুরুটা হয়েছে দারুণ। বিশেষ করে নিজাত মাসুদের। অভিষেক টেস্ট খেলতে নামা নিজাত নিজের প্রথম বলেই পেয়েছেন উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে জাকির হাসানকে তুলে নিয়েছেন তিনি। নিজাতের অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিতে চেয়েছিলেন জাকির। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাফসে। আবেদন নয়, অনেকটা উদযাপনই শুরু করে দিয়েছিলেন নিজাত। আম্পায়ার অবশ্য সরাসরি আউট দেননি। আফগানিস্তান পরে রিভিউ নিয়ে উইকেট পেয়েছে।
তবে শুরুর ধাক্কাটা পরে দুর্দান্তভাবে সামলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারানো বাংলাদেশকে তারপর দারুণভাবে টেনেছেন দুজন।
তরুণ মাহমুদুল হাসান জয় একপ্রান্তে উইকেট আকড়ে পরে থাকতে চেয়েছেন। তবে অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্ত দ্রুত রান তুলে ফিফটি পূর্ণ করেছেন। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দুজনকেই মনে হয়েছে বেশ সাবলীল।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬৪ রানে অপরাজিত ছিলেন শান্ত। ৭৬ বল খেলে ১১টি চারের সাহায্যে এই রান করেছেন শান্ত। অপর দিকে ৭০ বলে ৩৮ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয়। তার ইনিংসে চারের মার ৬টি।