বড় জুটির পর দ্রুত তিন উইকেট পতন
১৪ জুন ২০২৩ ১৬:৫৮
নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত এক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় সংগ্রহের দিকে এগুচ্ছিল বাংলাদেশ। তবে এই জুটি ভাঙার পর মিডল অর্ডারে প্রত্যাশা মেটাতে পারেননি মুমিনুল হক, লিটন দাসরা। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের গতিরোধ করে দাঁড়িয়েছে আফগানিস্তান।
১ উইকেটে ২১৮ রান তোলা বাংলাদেশের স্কোর এখন ৫ উইকেটে ৩০৬ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (২০) ও মেহেদি হাসান মিরাজ (১৩)।
বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানের মাথায় ওপেনার জাকির হাসানকে হারায় বাংলাদেশ। তারপর থেকেই নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের অসাধারণ প্রতিরোধ। দ্বিতীয় উইকেট জুটিতে ২১২ রান তুলে বাংলাদেশকে শক্ত অবস্থানে নেন দুজন।
সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির সম্ভবনা জাগিয়েছিলেন মাহমুদুল হাসান জয়ও। ব্যক্তিগত ৭৬ রানের মাথায় হেয়ালি এক শটে আউট হয়ে সেই সম্ভবনা সত্য হতে দেননি জয় নিজেই। এই জুটি ভাঙার পরই যেন খেই হারিয়ে ফেলল বাংলাদেশ! চারে নামা সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক নিজাত মাসুদের লেগ স্ট্যাম্পের বাইরের লাফিয়ে উঠা বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।
অনেকদিন যাবত অফ ফর্মে থাকা মুমিনুল আজ ফিরেছেন ১৫ রান করে। খানিক বাদে সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ছক্কা হাঁকাতে গিয়ে। আমির হামজাকে তুলে মারতে গিয়ে সীমানায় ধরা পেরেছেন দারুণ খেলতে থাকা শন্ত। ফেরার আগে ১৭৫ বল খেলে ২৩টি চার ২টি ছয়ে ১৪৬ রান করেন।
অধিনায়ক লিটন দাস ছয়ে নেমে রান পাননি। জহির খানের দারুণ এক টার্ন বলে স্লিপে ক্যাচ হয়েছেন লিটন। ফিরেছেন ১৫ বলে ৯ রান করে। অবশ্য পাঁচে নামা মুশফিকুর রহিম অবিচল। মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে টানছেন অভিজ্ঞ মুশফিক।
সারাবাংলা/এসএইচএস