Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮২ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১১:৩২

পাঁচ উইকেটে ৩৬২ রান নিয়ে গতকাল আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে সেট ব্যাটার মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ ছিলেন অপরাজিত। ফলে মনে হচ্ছিল আজ চারশ পেরিয়ে আরও অনেকটা এগুবে বাংলাদেশ। কিন্তু হলো তার উল্টোটা। আজ দ্বিতীয় দিন সকালে মাত্র ২০ রানের শেষ পাঁচ উইকেট হারিয়ে ৩৮২ রানেই গুটিয়ে গেছেন স্বাগতিকরা।

গতকাল ৪১ রানে দিনের খেলা শেষ করেছিলেন মুশফিকুর রহিম, মিরাজ অপরাজিত ছিলেন ৪৩ রানে। দুজন ফিফটির কাছাকাছি থাকলেও ফিফটি পাননি একজনও। আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদ ও ইয়ামিন আহমেদজায়ের বিপক্ষে সকালে স্রেফ উড়ে গেছে বাংলাদেশের মিডল-লোয়ার আর্ডার।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই মিরাজকে ফেরান ইয়ামিন আহমেদজাই। ইয়ামিনের বলে চালিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে আমির হামজার দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন মিরাজ। ফিরেছেন ৪৮ রানে।

পরের ওভাবেই ফিরেছেন মুশফিক। নাজিত মাসুদের সু্ইং বলে স্লিপে ক্যাচ দিয়েছেন মুশফিক। ফেরার আগে ৭৬ বল খেলে ৪টি চারের সাহায্যে ৪৭ রান করেছেন।

এই দুজন ফেরার পর বাংলাদেশের শেষ চার ব্যাটারের একজনও দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। পাঁচ উইকেটে ৩৬২ রানে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৮২ রানেই। আফগানিস্তানের হয়ে নিজাত মাসুদ ১৬ ওভারে ৭৬ রানে পাঁচ উইকেট নিয়েছেন। ৩৯ রানে দুই উইকেট নিয়েছেন ইয়ামিন আহমেদজাই।

এর আগে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তিনে নেমে ১৪৫ রানর দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া অপর তরুণ মাহমুদুল হাসান জয় ৭৬ রান করেছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর