Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৯১ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১২:১০

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে শুরু থেকেই চালকার আসনে বাংলাদেশ। এই মুহূর্তে আফগানদের রীতিমতো কোনঠাসা অবস্থা। নাজমুল হোসেন শান্তর দুই ইনিংসেই দুর্দান্ত দুটি সেঞ্চুরির ওপর ভর করে আফগানদের বিপক্ষে লিডের পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৫ রান তুলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। যাতে দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪৫১। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। জাকির হাসান ও শান্ত দুজনেই অপরাজিত ছিলেন ৫৪ রানে। গতকাল যেখানে শেষ করেছিলেন আজও যেন ঠিক সেখান থেকেই শুরু করেন দুজন।

দুজনই দ্রুত গতিতে রান তুলতে চেয়েছেন। তবে জাকিরের চেয়ে শান্ত তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিলেন। জাকির ব্যক্তিগত ৭১ রানের মাথায় রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। তবে শান্ত চালিয়েই গেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ১১৮ বলে। দ্বিতীয় ইনিংসে আজ সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ১১৫ বল। ১৪টি চারের সাহায্যে এই রান করেছেন শান্ত।

দু্ই ইনিংস মিলিয়ে এই টেস্টে শান্ত এখন পর্যন্ত  চার মেরেছেন ৩৭টি। বাংলাদেশি কোনো ব্যাটারের এক ম্যাচে সর্বোচ্চ চার হাকানোর রেকর্ড এটা। আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৩৩টি চার মেরেছিলেন তামিম।

২৩তম টেস্ট খেলতে নামা শান্তর ক্যারিয়ারে এটা চতুর্থ টেস্ট সেঞ্চুরি। আগের ২২ টেস্টে সেঞ্চুরি ছিল দুইটি। ২৩তম টেস্টে পেলেন দুই সেঞ্চুরি। সেঞ্চুরির পরও চালিয়ে খেলেছেন শান্ত।

বিজ্ঞাপন

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ১৩৩ বল খেলে ১১২ রানে অপরাজিত তিনি। তার ইনিংসে চারের মার ১৪টি। অপরপ্রান্তে ৫২ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪৩ রানে অপরাজিত মুমিনুর হক সৌরভ।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর