পেসারদের উন্নতিটা ব্যাটারদের উন্নতিতেও ভূমিকা রাখছে: লিটন
১৭ জুন ২০২৩ ১৯:৩০
সম্প্রতি সময়ে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের উন্নতি নিয়ে নিয়ে চর্চা হচ্ছে সর্ব মহলে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের দিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ সাফল্য পাচ্ছে দেশে, দেশের বাইরে। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের পেস আক্রমণ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশি পেসাররা। এক টেস্টে বাংলাদেশি পেস আক্রমণের সেরা সাফল্য এটা। অতীতে কোনো নির্দিষ্ট টেস্টে এতো উইকেট পায়নি বাংলাদেশের পেস বিভাগ। এর আগে বাংলাদশি পেস আক্রমণের সেরা সাফল্য ছিল ১৩ উইকেট। গত বছর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ উইকেট নিয়েছিল বাংলাদেশি পেসাররা।
শুধু এই টেস্ট নয়, অনেকদিন ধরেই বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের সাফল্য ঈর্ষণীয়। পেসারদের এই উন্নতি বাংলাদেশি ব্যাটারদের জন্যও ভালো বলছেন লিটন কুমার।
বাংলাদেশি ব্যাটাররা নেটে এখন তাসকিন-ইবাদতদের মতো ভালো মানের বোলাদের বিপক্ষে খেলছে। তাতে কিভাবে ভালো বোলারদের খেলতে হয় সেটা শিখতে পারছে ব্যাটাররা।
ব্যাখ্যা শুনুন লিটনের মুখেই, ‘ওরা (পেসাররা) কত ভালো করছে, সেটা পিচ ম্যাপেই বোঝা যায়। ওরা এখন কাভার পয়েন্ট ছাড়া বল করছে। ওদের বিপক্ষে আমাদের নেটে ব্যাটিং করতেও কষ্ট হয়। তাতে আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এটা ধরে রাখতে পারলে নতুনেরা আরও আগ্রহী হবে।’
মিরপুরে আফগানদের বিপক্ষে ৫৪৬ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ জয় এটা। টেস্ট ক্রিকেটের ইতিহাস ঘাটলে বাংলাদেশের এই জয় সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান তুলেছিল বাংলাদেশ। পরে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে তুলতে পারে ১৪৬ রানে। পরে ৪ উইকেটে ৪২৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদশ।
যাতে আফগানিস্তানের সামনে লিড দাঁড়ায় ৬৬২। শেষ পর্যন্ত ১১৫ রানে গুটিয়ে গিয়ে ৫৪৬ রানে ম্যাচ হেরেছে আফগানিস্তান।
সারাবাংলা/এসএইচএস