Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণবাদ বিরোধী দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে হারাল সেনেগাল

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৩ ০৯:২৯

খেলোয়াড়দের প্রতি বর্ণবাদ রুখতে সচেতনতা গড়ে তোলার চেষ্টায় ব্রাজিল। আর সেই লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে সেলেসাওরা। প্রথম ম্যাচে গিনিকে হারালেও দ্বিতীয় ম্যাচে এসে সেনেগালের কাছে হেরেছে তারা। ম্যাচের শুরুতে ব্রাজিল এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেনেগাল। দুই গোলে এগিয়ে যায় সেনেগাল। পরে ব্যবধান কমালেও শেষ রক্ষা হলো না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ল সেনেগাল।

বিজ্ঞাপন

পর্তুগালের লিসবনে মঙ্গলবার রাতে সাদিও মানের জোড়া গোলে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে সেনেগাল। দুই দলের দ্বিতীয়বারের দেখায় প্রথম জয় পেল আফ্রিকার দেশটি। ২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বক্সে আলগা বল পান ব্রাজিলের ব্রুনো গুইমারেস। তবে উড়িয়ে মেরে হতাশ করেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। একাদশ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ১৭ মিনিটে ডি বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পরবর্তীতে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান রেফারি।

ব্রাজিলের সুযোগ হাতছাড়ার পরে ম্যাচের নিয়ন্ত্রণে যায় সেনেগাল। ২২ মিনিটের মাথায় ডি বক্সে প্রতিপক্ষের ক্রস ঠিকমতো বিপদমুক্ত করতে পারেনি তারা। পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের জোরাল ভলিতে গোলটি করেন হাবিব দিয়ায়ো। এতেই সমতায় ফেরে সেনেগাল।

এরপর দ্বিতীয়ার্ধে আবারও ব্রাজিলের ভুলেই লিড নেয় সেনেগাল। সাদিও মানের ক্রসে দিয়ায়োর হেড ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান মার্কুইনোস। তিন মিনিট পর মানের অসাধারণ এক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। শুরুতে পেপ গেয়ের শট ফিরিয়ে দেন এডারসন। ফিরতি বল দিয়ায়ো পেয়ে পাস দেন মানেকে। বাঁকানো শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ার তিন মিনিট পর ব্যবধান ৩-২ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস। কর্নারের পর পিএসজির এই ডিফেন্ডার বল বুক দিয়ে নামিয়ে লব শটে ক্রসবার ঘেঁষে জালে পাঠান। তবে শেষমেশ আর ম্যাচে ফেরা হয়নি। উল্টো যোগ করা অতিরিক্ত সময়ের ৭ মিনিটের মাথায় স্পট কিকে সেনেগালের চার নম্বর গোলটি করেন মানে। নিকোলাস জ্যাকসনকে গোলরক্ষক এডারসন ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরে তিন ম্যাচ খেলে দুটি হারল ব্রাজিল।

সারাবাংলা/এসএস

বর্ণবাদ বিরোধী ব্রাজিল বনাম সেনেগাল ভিনিসিয়াস জুনিয়র

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর