Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের পর বিপিএল, সেপ্টেম্বরে প্লেয়ার ড্রাফট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৩ ১৬:৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর পরবর্তী বিপিএল আয়োজনের পরিকল্পনা হাতে নিয়ে এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের প্লেয়ার ড্রাফট সেস্টেম্বরে।

একসঙ্গে বিপিএলের তিন বছরের পরিকল্পনা ঘোষণা করেছিল বিসিবি। সে হিসেবে পরবর্তী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে বিসিবির বর্তমান ভাবনা জাতীয় নির্বাচনের পর বিপিএল আয়োজন করা। জাতীয় নির্বাচনের দিন-তারিখ এখন নির্ধারন হয়নি। ফলে আগামী বিপিএল কিছুটা পিছিয়েও যেতে পারে। তবে এবার প্লেয়ার ড্রাফটের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শনিবার (২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সভা করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সভা শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘এই বছর জাতীয় নির্বাচন আছে। নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করেনি। বিপিএল কবে শুরু করতে পারি সেই আলোচনা আমাদের একটি বোর্ড মিটিংয়ে হয়েছে। সেখানে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করবো।’

জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে সেক্ষেত্রে বিপদেই পরতে হবে বিসিবিকে। কারণ ফেব্রুয়ারিতে শ্রীলংকা সিরিজ। সেই সিরিজের আগে বিপিএলের জন্য অন্তত এক মাস সময় না পেলে টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। মল্লিক বলেন, ‘জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে শোনা যাচ্ছে পত্রপত্রিকায়। সেক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা সুইটেবল ডেট দেখে বিপিএল শুরু করবো। জানুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ শ্রীলঙ্কা সিরিজ আছে।’

প্লেয়ার ড্রাফট সম্পর্কে ইসমাইল হায়দার বলেন, ‘প্লেয়ার্স ড্রাফটা চেষ্টা করবো সেপ্টেম্বরের থার্ড বা শেষ সপ্তাহে করে ফেলতে যেন প্রত্যেকে দল গোছাতে পর্যাপ্ত সময় পায়। আগামী দুই বছরই বিপিএল আয়োজন করা খুব চ্যালেঞ্জিং হবে। তবে আমরা চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুতি নিচ্ছি।’

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল বিসিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর