কেমন হতে পারে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ
৫ জুলাই ২০২৩ ০৯:৪৪
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় দুপুর ২টাই। দলীয় শক্তি, কন্ডিশন, দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক পরিসংখ্যানে পরিস্কার এগিয়ে বাংলাদেশ। তবে স্বাগতিকদের ভরকে দেওয়ার ভালো সামর্থই আছে আফগানিস্তানের।
আজ প্রথম ওয়ানডেতে কেমন একাদশ বেছে নিতে পারে বাংলাদেশ? চলুন আলোচনা করা যাক-
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডে। সেই ম্যাচে ছয় বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে আজ সেই ‘বিলাসিতা’ হয়তো দেখাবে না টাইগাররা। শোনা যাচ্ছে, পাঁচ বোলার খেলিয়ে একজন বাড়তি ব্যাটার একাদশে ডাকার চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে অনেকদিন যাবত দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুবর।
ব্যাটিংয়ে প্রথম ছয় পজিশনে পরিবর্তনের সম্ভবনা কম। পিঠের ইনজুরির কারণে ঈদের আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা খেলতে পারেননি তামিম ইকবাল। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি ওয়ানডে অধিনায়ক। তবে গতকাল তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, আজ প্রথম ওয়ানডেতে খেলবেন তিনি। তামিমের পরের পজিশনগুলোতে যথারীতি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম।
একজন বোলার কমিয়ে একজন ব্যাটার বাড়ানোর যে চিন্তা সেটা সাত নম্বর পজিশনে। সর্বশেষ সিরিজে সাত নম্বরে ব্যাটিং করেছিলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ সাতে বিবেচনা করা হতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। দুই সিরিজ দলের বাইরে থাকা আফিফকে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
বোলিংয়ে তিন পেসার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা বাংলাদেশের। তাসকিন আহমেদের হালকা ইনজুরির খবর শোনা যাচ্ছে। তাসকিনকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাসকিনকে নিয়ে শঙ্কা তৈরি হলে মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন দুজনকেই দেখা যেতে পারে একাদশে। একাদশে তরুণ পেসার হাসান মাহমুদের জায়গা অনেকটাই পাকা।
একাদশে বাড়তি স্পিনার থাকছে না। স্পিন বোলিংয়ের কাজটা সাড়বেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ/ইবাদত হোসেন।
সারাবাংলা/এসএইচএস