Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফিফকে নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ১৪:০০

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সফরকারী আফগানিস্তান।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। গত দুই সিরিজ দলের বাইরে থাকার পর চলতি সিরিজে দলে ফিরেছেন আফিফ। দলে ডাক পাওয়া আফিফকে একাদশে সুযোগ দেওয়া হবে এমন আলোচনা শোনা যাচ্ছিল। হলোও তাই।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে তামিম ইকবালের খেলা না খেলা নিয়ে আলোচনা চলছিল। তামিমও আছেন সেরা একাদশে। পেস আক্রমণে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বাড়তি স্পিনার নেই বাংলাদেশ একাদশে। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজই সামলাবেন স্পিন বোলিংয়ের দায়িত্ব।

ব্যাটিং ইউনিটে পরিবর্ত নেই। তামিমের পর যথাক্রমে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমতউল্লাহ গুলবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমারজাই ও মোহাম্মাদ সালিম।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর