বৃষ্টির হানা বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডেতে। ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে বাংলাদেশ। তারপরই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে খেলা। বৃষ্টির আগে পরপর দুই উইকেট হারিয়ে হঠাৎ বিপদেই পরেছে বাংলাদেশ।
বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস শুরুটা করেছিলেন ধীরেসুস্থে। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান ছিল কেবল ২৬।
এর মধ্যেই তামিম ইকবালকে হারিয়ে ফেলে বাংলাদেশ। সপ্তাম ওভারে আফগান পেসার ফজলহক ফারুকীর বলে উইকেটের পেছনে ধরা পরেছেন তামিম। ফিরেছেন ২১ বলে ১৩ রান করে। তামিম ফেরার পর তিনে নেমে দারুণ খেলছিলেন নাজমুল হোসেন শান্ত।
পর পর দুই চার হাঁকিয়ে চাপ কাটিয়ে তোলার একটা আভাস দিয়েছিলেন ফর্মে থাকা শান্ত। তবে স্থায়ী হয়নি তার দারুণ শুরুটা। ১৬ বলে ১২ রান করে মোহাম্মদ নবীর বলে সুইপ করতে গিয়ে ধরা পরেছেন শর্ট ফাইন লেগে। খানিক বাদে লিটন কুমার দাসও ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের।
মুজিব-উর রহমানের আলগা ডেলিভারিকে সীমানার বাইরে পাঠাতে চেয়েছিলেন লিটন। কিন্তু শটটা ঠিকমতো টাইমিং হয়নি। বল চলে যায় সীমানায় দাঁড়ানো রহমত শাহর হাতে। ৩৫ বলে ২৬ রান করে ফিরেছেন লিটন। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে এগুচ্ছিলেন সাকিব আল হাসান। তার মধ্যেই বৃষ্টির হানা।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় সাকিব অপরাজিত ছিলেন ১২ বলে ৪ রান করে। অপর দিকে তৌহিদ হৃদয় ৯ বলে ৮ রানে অপরাজিত।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমতউল্লাহ গুলবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমারজাই ও মোহাম্মাদ সালিম।