গুরবাজ দাপটে বড় সংগ্রহের পথে আফগানিস্তান
৮ জুলাই ২০২৩ ১৫:৫৫
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে সফরকারী আফগানিস্তান। চট্টগ্রামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে দেড়শ পেরিয়েছে আফগানরা।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। সেই কারণেই হয়তো আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
তাছাড়া উইকেটে খানিক ঘাসও ছিল। ফলে নতুন বলে দারুণ ফর্মে থাকা বাংলাাদেশের পেস আক্রমণ ঝড় তুলবেন তেমনটিই ছিল স্বাগতিকদের প্রত্যাশা। হালকার ইনজুরির কারণে তাসকিন আহমেদ আজ একাদশে নেই। তবে তার জায়গায় একাদশে আসা ইবাদত হোসেন চৌধুরীর আছেন ফর্মে। তবে সুবিধা করতে পারেননি বাংলাদেশি পেসারা। এখন পর্যন্ত স্পিন বিভাগও ব্যর্থ।
বাংলাদেশের বোলিং ইউনিট শুরুতে আক্রমণ করবে কী, উল্টো আক্রমণের শিকার হয়েছে! মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেনদের পাত্তাই দেননি আফগানিস্তানের দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজকেও ব্যবহার করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন। তাতেও কাজ হয়নি। বিশেষ করে গুলবাজ ছিলেন দুর্দান্ত। শুরু থেকেই মেরে খেলেছেন গত আইপিএল খেলা আফগান ওপেনার। অপর দিকে ইব্রাহিম এগিয়েছেন কিছুটা রয়েসয়ে। বাংলাদেশ বারবার বোলিং পরিবর্তন করেও আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পারেনি। তেমন কোনো সুযোগই দেননি দুজন।
২৪ ওভার শেষে আফগানিস্তানের রান বিনা উইকেটে ১৫৮। ৯২ রানে অপরাজিত আছেন রহমতউল্লাহ গুরবাজ। তার সঙ্গে ৪২ রানে অপরাজিত ইব্রাহিম।
ওয়োনডেতে ওপেনিং জুটিতে আফফানিস্তানের সর্বোচ্চ জুটির রেকর্ড এটা। আগের রেকর্ডটি ছিল ১৪৪ রানের।
উল্লেখ্য, ডিএল ম্যাথডে প্রথম ওয়ানডেতে ১৭ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পরেছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলেই সিরিজ জিতে নিবে আফগানিস্তান।
সারাবাংলা/এসএইচএস