শুরুতেই দুই উইকেট হারানো বাংলাদেশকে টানছেন সাকিব-লিটন
১১ জুলাই ২০২৩ ১৯:০০
দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১২৬ রানেই গুটিয়ে দেওয়া বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে ভোগা বাংলাদেশ আজ তৃতীয় ওয়ানডেতেও শুরুতে দুই উইকেট হারিয়ে ফেলেছে। তবে দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশকে তারপর থেকে টানছেন লিটন দাস ও সাকিব আল হাসান।
মঙ্গলবার (১১ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২৬ রানের জবাব দিতে নেমে ২৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। গত ম্যাচের মতো আজও ফজলহক ফরুকীর বাইরের বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন নাঈম শেখ। ৮ বল খেলে আজ রানের খাতাই খুলতে পারেনি তামিম ইকবালের বিকল্প হিসেবে এই সিরিজ খেলা নাঈম।
তিনে নেমে নাজমুল হোসেন শান্ত বেশ ভালোই খেলছিলেন। দারুণ দুটি চার হাঁকিয়ে ফর্মের জানান দিচ্ছিলেন শান্ত। তবে ইনিংসটা বড় করতে পারেননি। ফজলহক ফারুকীর দারুণ এক ডেলিভারিতে লাইন মিস করে সরাসরি বোল্ড হয়েছেন। ফেরার আগে ১৫ বলে ১২ রান করেছেন শান্ত।
এরপর আর বিপদ হতে দেননি লিটন দাস ও সাকিব আল হাসান। সাকিব ব্যাটিং অর্ডারের উন্নতি করে নেমেছেন চার নম্বরে। চারে নামা সাকিব শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করেছেন। তৃতীয় উইকেটে ৫২ বলে ৫২ রান তুলে এখনো অবিচ্ছিন্ন সাকিব-লিটনের জুটি।
সাকিব ৩৫ বল খেলে ৪টি চারের সাহায্যে ৩৩ রানে অপরাজিত। অপর দিকে লিটন দাস ৩৮ বলে ২টি চার ১টি ছয়ে ৩৪ রান করে অপরাজিত।
সারাবাংলা/এসএইচএস