Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তে গোল হজমে জয় হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৩ ২২:১২

২০২২ সালের সেপ্টেম্বরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর এই প্রথম মাঠে নামলো বাংলাদেশ দল। নয় মাস পর মাঠে ফিরে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হয়েছে।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৬৫তম মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর যোগ করা সময়ে লড়াইয়ে সমতা টানেন সফরকারীদের সাবিত্রা ভান্ডারি।

বিজ্ঞাপন

ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। শিউলি আজিমের ক্রসে সাবিনার পাসে ৬ গজ দূরত্বে থেকে কৃষ্ণারানী সরকার পা ছোঁয়ানোর আগেই সেটি ক্লিয়ার করেন নেপালের এক ডিফেন্ডার। ফাঁকে ফাঁকে নেপালও আক্রমণে উঠে ভয় ধরানোর চেষ্টা করেছে। তবে নেপালের মূল অস্ত্র সাবিত্রা ভাণ্ডারিকে কড়া পাহারায় রাখায় তারা গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। ২৪ মিনিটে সাবিত্রার দুর্বল হেড রুপনা তালুবন্দি করে দলকে রক্ষা করেন। ৩৫ মিনিটে সতীর্থের ক্রসে সাবিত্রা ভাণ্ডারি লক্ষ্যে ঠিকঠাক মতো শট নিতে পারেননি। নিতে পারলে গোল হতে পারতো।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের তিন জনের অভিষেক হয়েছে। ৬০ মিনিটে সানজিদার জায়গায় নামেন রিপা। এই পরিবর্তনের ৫ মিনিট পরই বাংলাদেশ এগিয়ে গেছে। শাহেদা আক্তার রিপার রক্ষণচেরা পাসে বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান সাবিনা। তাতে উল্লাসে মেতে ওঠেন মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক।

এরপর ৭৩তম মিনিটে সমতায় প্রায় ফিরেই গিয়েছিল নেপাল। তবে রুপনার অসাধারণ সেভে অক্ষত থাকে বাংলাদেশের গোলপোস্ট। ডি-বক্সের ভেতরে ডান দিক থেকে কাটব্যাক করেন সাবিত্রা। ফাঁকায় থাকা বদলি নামা রেশমি কুমারি ঘিসিং একা পেয়ে যান রুপনাকে। তার শট ঝাঁপিয়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক।

বিজ্ঞাপন

এই ব্যর্থতা পরে হয়ে ওঠে জয়ের হাসি হাসতে না পারার কারণ। যোগ করা চার মিনিটের প্রথমটিতে সাবিত্রা স্কোরলাইন করেন ১-১। ডান দিক থেকে প্রথমে বল তিনিই ডি-বক্সে ফেলেছিলেন। এরপর বাংলাদেশের ডিফেন্ডাররা তা ক্লিয়ার করতে না পারলে ফের সাবিত্রাই বল পান। এরপর জটলার মধ্যে জাল কাঁপান তিনি।

আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ বনাম নেপাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর