Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের বিপক্ষে কেমন একাদশ হবে বাংলাদেশের?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৩ ১৫:৩১

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরেছে বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে দাপুটে জিতেছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে বাংলাদেশ সময় ৬টায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রশ্ন হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেমন একাদশ নির্বাচন করবে বাংলাদেশ?

বিজ্ঞাপন

সম্প্রতি টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেট খেলছে বাংলাদেশ। সাফল্যও পাচ্ছে সাকিব আল হাসানের দল। দেশের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষেও দাপুটে খেলেছে লাল-সবুজের দল। আফগানিস্তান সিরিজেও নিশ্চয় ভয়ডরহীন ক্রিকেটের ধারা অব্যাহত রাখতে চাইবে সাকিবের দল।

সেক্ষেত্রে আট ব্যাটারের বদলে সাত ব্যাটার নিয়ে একজন বাড়তি বোলার দেখা যেতে পারে একাদশে। স্পিনার সাকিব ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে চার পেসার নিয়ে একাদশ নির্বাচন করতে পারে স্বাগতিকরা। অথবা তিন পেসার এবং সাকিব-মিরাজের সঙ্গে নাসুম আহমেদকেও দেখা যেতে পারে একাদশে।

ব্যাটিং ইউনিটে খুব বেশি চমকের সম্ভাবনা নেই। এক থেকে পাঁচ পর্যন্ত লিটন দাস, রনি তালুকদার,  নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান মোটামুটি নিশ্চিত। বাংলাদেশ সাত ব্যাটার নিয়ে একাদশ সাজালে সাতে কে খেলবেন সেটা নিয়ে একটা প্রশ্ন। বাংলাদেশের পক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি পাওয়া শামীম হোসেন পাটোয়ারী নাকি আফিফ হোসেন ধ্রুবকে বেছে নিবে টিম ম্যানেজমেন্ট?

বিজ্ঞাপন

সর্বশেষ ম্যাচে ফিফটি পাওয়া শামীম অবশ্যই একাদশে ঢাকার দাবি রাখেন। এদিকে নতুন সুযোগ পাওয়া আফিফ ওয়ানডে সিরিজে পুরো ব্যর্থ। ফলে আফিফকে বাজিয়ে দেখতে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়ার চিন্তা করা হবে কিনা সেটাও একটা চিন্তা। অবশ্য বাংলাদেশ আট ব্যাটার নিয়ে একাদশ সাজালে থাকতে পারেন দুজনই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী/আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর