Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে দর্শক ঢল, সাকিবদের দাপট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৩ ১৮:৫৮

সিলেটে ভড়া গ্যালারি খুবই পরিচিত দৃশ্য। যেকোনো দলের বিপক্ষেই আন্তর্জাতিক ম্যাচ হলেই গ্যালারি ভড়িয়ে তোলেন সিলেটের দর্শকরা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার ব্যতিক্রম হলো না। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভড়া। মাঠের ক্রিকেটেও বাংলাদেশের দাপট। যাতে ভড়া গ্যালারি যেন রূপ নিয়েছে উত্তাল সাগরে!

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুলাই) সিলেটে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে নেমে আফগানদের শুরু থেকেই ভোগাচ্ছে বাংলাদেশ।

শুরুটা দারুণ করেছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। তারপর শরিফুল ইসলাম, সাকিব আল হাসানও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। ৯ ওভার শেষে আফগানিস্তানের রান ৪ উইকেটে ৫৬।

ইনিংসের তৃতীয় ওভারে নাসুম আহমেদের নিচু হওয়া ডেলিভারিতে ব্যাট চালিয়ে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়েছেন হযরতউল্লাহ জাজাই। আইপিএল খেলে আসা রহমতউল্লাহ গুরবাজ অপরপ্রান্তে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। গুরবাজকে বেশিদুর এগুতে দেননি তাসকিন আহমেদ।

তাসকিনের লেগের দিকে টেনে দেওয়া বলে বড় শট খেলতে গিয়ে সীমানায় ধরা পরেছেন গুরবাজ। ফেরার আগে আফগান ওপেনার ১১ বলে করেন ১৬ রান। খানিক বাদে ইব্রাহিম জাদরানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন শরিফুল ইসলাম। ৩২ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

করিম জানাতকে নিয়ে এরপর আফগানদের টানছিলেন মোহাম্মদ নবি। নবি এখনো খেলছেনই। তবে অপরপ্রান্ত থেকে করিম জানাতকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। ৯ বলে ৩ রান করে সাকিবের আর্ম বলে ক্যাচ তুলে দিয়েছেন করিম। এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে এগুচ্ছেন মোহাম্মদ নবি।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর