Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকোভিচকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা আলকারাজ

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ০০:২৭

উইম্বলডনে ফাইনালের প্রথম সেট যখন শেষ হলো তখন হয়তো সবাই ধরেই নিয়েছিল আরেকটি জকোভিচময় ফাইনাল হতে যাচ্ছে। প্রথম সেট ৬-১ গেমে জিতে নিলেন ২০২২ এর চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। তবে তখনও খেলার অনেক বাকি। তরুণ স্প্যানিশ কার্লোজ আলকারাজের প্রত্যাবর্তন তখনও বাকি। এরপর ইতিহাস গড়ে জকোভিচকে কোণঠাসা করে ফেললেন। আর শেষমেশ জিতে নিলেন উইম্বলডন। মাথায় চড়ালেন উইম্বলডনের মুকুট।

সেন্টার কোর্টে রোববারের ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জেতেন র‍্যাংকিংয়ের এক নম্বর তারকা আলকারাজ।

বিজ্ঞাপন

২০ বছর বয়সী কার্লোজ আলকারাজের বিপক্ষে পরিস্কার ফেভারিট হিসেবেই মাঠে নামেন জকোভিচ। প্রথম সেটে তা দেখেছে গোটা বিশ্ব। তবে নিজেকে তখনও বিশ্বের সামনে তুলে ধরা বাকি আলকারাজের। প্রথম সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই না পারা আলকারাজ পরের সেটেই ঘুরে দাঁড়ালেন।

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ গেমে জিতলেন আলকারাজ। তৃতীয় সেটে জকোভিচকে তারই ঔষধের স্বাদ দিলেন। ৬-১ গেমে সেট জিতে জকোভিচকে উড়িয়েই দিলেন এই স্প্যানিশ। তবে জকোভিচও ছেড়ে দেওয়ার মতো নয়। চতুর্থ সেটে আবারও ঘুরে দাঁড়ালেন ২৩বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। ৬-৩ ব্যবধানে চতুর্থ সেট জিতে ২-২ করলেন জকো। ম্যাচ গড়াল পঞ্চম সেটে।

ম্যাচের ফলাফল নির্ধারনি পঞ্চম সেটে কেউই কাউকে ছাড়তে দিতে নারাজ। তবে শেষমেশ তরুণ আলকারাজের সঙ্গে পেরে উঠলেন না জকোভিচ। শেষ সেট ৬-৪ ব্যবধানে জিতে উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন আলকারাজ।

গেল বছর ইউএস ওপেনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন কার্লোজ আলকারাজ। এবার উইম্বলডনের শিরোপা জিতে গড়লেন নতুন রেকর্ডও। তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতলেন এই গ্র্যান্ড স্ল্যাম। তার আগে ১৭ বছর বয়সে বরিস বেকার ১৯৮৫ সালে, ২০ বছর বয়সে বিয়ন বরগ ১৯৭৬ সালে জিতেছিলেন উইম্বলডন। এবার আলকারাজও ২০ বছর বয়সে জিতলেন উইম্বলডন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আলকারেজ বনাম জকোভিচ উইম্বলডন উইম্বলডন ২০২৩ কার্লোস আলকারেজ নোভাক জকোভিচ স্প্যানিশ তরুণ টেনিস তারকা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর